শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চেসিস

মার্সিডিজ-বেঞ্জের বিলাসবহুল বাস বাংলাদেশে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

bus

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ দেশের বাজারে ও.এফ. ১৬২৩ মডেলের বাসের চ্যাসিস বিক্রির জন্য এনেছে র‌্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড। 

১৬ সেপ্টেম্বর রাজধানী তেজগাঁওয়ে উন্মোচিত হলো মার্সিডিজ-বেঞ্জের এই বিলাসবহুল বাসের চেসিস। দেশের বাজারে দুই ধরনের চেসিস পাওয়া যাবে। 


বিজ্ঞাপন


মার্সিডিজ-বেঞ্জের বাসের এই চেসিসটিতে রয়েছে প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্য ইঞ্জিন ও.এম. ৯০৬। এতে রয়েছে ছয় সিলিন্ডারের ৬৩৯৩ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৮১০ নিউটন মিটার টর্ক এবং ২৩০ হর্স পাওয়ার মিলবে। এতে থাকছে প্যারাবোলিক ও এয়ার সাসপেনশনের সুবিধাও। 

মার্সিডিজ-বেঞ্জের নতুন বাসের চেসিস উন্মোচনের সময় র‍্যানকন ট্রাকস অ্যান্ড বাসসে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, উন্নয়ন ও প্রগতিশীল দেশের জন্য এই চেসিসটি হবে সেরা। ভোক্তাদের আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে আজ আমরা দুই প্রকারের বাস নিয়ে এসেছি। শুধু আরাম এবং নিরাপত্তাই নয় এই চ্যাসিসে মিলবে অধিক জ্বালানি সাশ্রয়। আমরা আশাবাদী বাংলাদেশে এই চ্যাসিসটি নতুন এক অধ্যায় সূচনা করতে যাচ্ছে।  

র‍্যানকন ট্রাকস  অ্যান্ড বাসেস-এর নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান স্বজন বলেন, মার্সিডিজ-বেঞ্জের বাসগুলো পৃথিবীতে ১২৮ বছর ধরে রাজত্ব করছে। এই বাসের চেসিস নিরাপদ এবং আরামদায়ক। এককই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী।

photo_-2


বিজ্ঞাপন


তিনি জানান, এই চেসিসটিতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি, যেমন ইন্টারেক্টিভ ড্যাশবোর্।ড যা ই.সি.উ দ্বারা নিরীক্ষণ করা সংকেতগুলো প্রদর্শন করে, যা যেকোনো পরিস্থিতিতে গাড়িটিকে নিরাপদ রাখে। তাছাড়া এই বাহনে থাকবে স্পিড লক যা গতিসীমা বজায় রাখতে সক্ষম। 

অনুষ্ঠানে জানানো হয়, জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে মার্সিডিজ-বেঞ্জের চেসিসগুলো অতুলনীয়। কেননা, প্রতিটি সিলিন্ডারের আলাদা আলাদা ফুয়েল পাম্প থাকায় বাতাস ও জ্বালানি মিশ্রণ সঠিক হয়। যা অধিক জ্বালানি সাশ্রয় করতে সহায়তা করে। শুধু তাই নয় যাত্রী নিরাপত্তা এবং অমসৃণ রাস্তায় ঝাঁকিবিহীন যাত্রা নিশ্চিত করবে এয়ার সাসপেনশন।

নতুন এই বাসের চেসিসে এক লাখ কিলোমিটার ওয়ারেন্টি দেবে র‌্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড। 

এই চেসিস পাওয়া যাবে র‌্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেডের বিক্রয় কেন্দ্রে। সারা দেশে মিলবে বিক্রয়োত্তর সেবা। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর