শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইক

এই মোটরসাইকেলগুলো বেশি চুরি হয়!

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম

শেয়ার করুন:

এই মোটরসাইকেলগুলো বেশি চুরি হয়!

মোটরসাইকেল চুরির ঘটনা দিন দিন বাড়ছে। প্রায় সব মডেলের মোটরসাইকেলই চুরি হয়। তবে কিছু কিছু মডেলের চাহিদা, বাজারদর বেশি থাকায় এগুলো বেশি চুরি হয়। 

পারফরম্যান্সের সঙ্গে দেশীয় বাজারে জনপ্রিয় হওয়ায় কয়েকটি  মডেলের দিকে নজর থাকে চোরেদের।


বিজ্ঞাপন


বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকগুলোর মধ্যে হিরো স্প্লেন্ডার অন্যতম। তাই চুরি যাওয়া দুই চাকার তালিকায় এটিও রয়েছে এক নম্বরে। যার ওপর চোরদের বিশেষ নজর থাকে।
theft2

সবচেয়ে বেশি চুরি হওয়া স্কুটারের কথা বলতে গেলে, হোন্ডা অ্যাক্টিভা চোরদের প্রথম পছন্দ। বিক্রির দিক থেকেও এই স্কুটারের চাহিদা সবচেয়ে বেশি।

তৃতীয় সর্বাধিক চুরি হওয়া বাইক হল বাজাজ পালসার, যেটি চোরেরা চুরি করতে পছন্দ করে। বাইকটি দেশের বাইক বাজারে বেশ জনপ্রিয় নাম।

চোরদের চতুর্থ তালিকায় রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক মোটরসাইকেলও। এটি বাইকপ্রেমীদের মধ্যে একটি দুরন্ত বাইক হিসাবে বিবেচিত হয়৷ এই কারণেই আজও এর ক্রেজ দেখা যায়।


বিজ্ঞাপন


পঞ্চম সবচেয়ে চুরি হওয়া বাইকটি টিভিএস মোটরসের অ্যাপাচি বাইক। যা ফোর ভি নামে জনপ্রিয়তা পেয়েছে।  অসাধারণ ফান ড্রাইভিং স্কিলের কারণে এই বাইকটি বাজারে খুবই পছন্দের মডেল।

তথ্যসূত্র: এই সময়

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর