শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারকার গাড়ি

আয়ুষ্মান খুরানা কোন গাড়িতে চড়েন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

star car

হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।  এই বলিউড অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি। অন্যদিকে তার গ্যারেজে রয়েছে দুর্দান্ত সব ঝাঁ চকচকে গাড়ি।

আয়ুষ্মানের শুরুটা হয় ভিকি ডোনার সিনেমা দিয়ে। যা বক্স অফিস তো বটেই বহু সিনেমা-প্রেমীদেরও নজর কেড়েছিল। ক্রিকেট প্রিয় এই অভিনেতা বর্তমানে বেশ ব্যস্ত। কারণ ঝুলিতে রয়েছে একাধিক ছবি। ড্রিম গার্ল অভিনীত আয়ুষ্মান খুরানা বাস্তবে একজন গাড়ি প্রেমীও। একগুচ্ছ বিলাসবহুল গাড়ি রয়েছে তার গ্যারাজে।


বিজ্ঞাপন


অডি থেকে বিএমডব্লিউ তার সংগ্রহ যেন আস্ত একটি শোরুম। বিলাসবহুল গাড়ি কালেকশনের কথা উঠলে শাহরুখ, সালমন অথবা আমির খান কিংবা হৃত্বিকের কথা বলা হয়। কিন্তু অল্প সময়ে আয়ুষ্মান খুরানার গ্যারাজেও জায়গা করে নিয়েছে চোখ ধাঁধানো সব চার চাকা।

আয়ুষ্মান খুরানার গাড়ি কালেকশন

জানুন আয়ষ্মান খুরানার গ্যারেজে কী কী গাড়ি আছে। এসব গাড়ি অনেক তারকারও নেই।


বিজ্ঞাপন


মার্সিডিজ ম্যাব্যাক জিএলএস

জার্মান সংস্থা মার্সিডিজের একটি শৈল্পিক গাড়ি মার্সিডিজ জিএলএস ৬০০ মডেল। বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় এই এসইউভি। আয়ুষ্মানের কাছেও রয়েছে এমন একটি চার চাকা। যার বাজার মূল্য ২.৭৬ কোটি রুপি।

অডি ই-ট্রন

এটা বৈদ্যুতিক গাড়ি। যা অডি খুব সম্প্রতি বাজারে এনেছে। বৈদ্যুতিক গাড়িটি ব্যবহার করেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও। আয়ুষ্মান খুরানার যে গাড়ি রয়েছে তার দাম সোয়া কোটি রুপি। এটি তার সংগ্রহে একমাত্র বৈদ্যুতিক গাড়ি।

অডি এ৪

অডির কম্প্যাক্ট বিলাসবহুল এক্সিকিউটিভ সেডানের মালিক আয়ুষ্মান খুরানা। ভারতীয় বাজারে এই গাড়ির দাম ৪৩ লাখ রুপি।

মার্সিডিজ বেঞ্জ এস ক্লাশ

মার্সিডিজের এই গাড়িটি ভারতসহ বিশ্বের নানা দেশে কেনা-বেচা হয়। অভিনয়-অভিনেত্রী, শিল্প ব্যবসায়ী কিংবা তারকা খেলোয়াড়দের এই চার চাকা চড়তে দেখা যায়। অভিনেতার গ্যারাজে রয়েছে একটি কালো রংয়ের এস ক্লাশ। যার দাম ১ কোটি ৬৯ লাখ রুপি।

বাবার আজম কারস

বিরাটের সঙ্গে টক্কর! কী কী বিলাসবহুল গাড়ির মালিক বাবর আজম, যা নেই কোহলির কাছেও।

বিএমডব্লিউ ৫ সিরিজ

জার্মান সংস্থা বিএমডব্লিউর বিলাসবহুল সেডান ৫ সিরিজ। গাড়িটি একটি প্রিমিয়াম সেডান। দারুণ তীক্ষ্ণ চেহারার এই চার চাকাতেও দেখা গিয়েছে তাকে। গাড়িটির দাম প্রায় ৮০ লাখ ৫০ হাজার রুপি।

বিএমডব্লিউ ৩ সিরিজ

আগেরটা যেমন বিলাসবহুল তেমনই এটা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। দারুণ ইন্টিরিয়রের পাশাপাশি টপ ক্লাস সুরক্ষা বলয় দিয়ে ঢাকা এই সেডান। যার দাম ৫৭ লাখ ৯০ হাজার রুপি। 

নিশান ডাটসান গো

এক সময় মধ্যবিত্তের প্রিয় গাড়ি ছিল এটি। বর্তমানে এটি বন্ধ করে দিয়েছে নিশান। আয়ুষ্মান খুরানা যেহেতু কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন তাই এই গাড়িটি তাকে উপহার দিয়েছিল কোম্পানি। চার চাকাটির বাজার মূল্য ৭ লাখ রুপির কাছাকাছি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর