টিভিএস মেট্রো সিরিজ বাইকে চলছে স্পেশাল ক্যাশব্যাক অফার। প্রতিষ্ঠানটির জনপ্রিয় মোটরসাইকেল মেট্রো সিরিজের দুই মডেলের দাম ক্যাশব্যাক দিয়ে কমানো হয়েছে। অফারটি বাংলাদেশের ক্রেতারা উপভোগ করতে পারবেন।
টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি ড্রাম ব্রেক মডেলের দাম কমেছে ৪ হাজার টাকা। মডেলটির ক্যাশব্যাক পরবর্তী অফার মূল্য ১ লাখ ২০ হাজার ৯৯০ টাকা।
বিজ্ঞাপন
এছাড়াও টিভিএস মেট্রো ১০০ সিসি ইএলএস মডেলে দেওয়া হয়েছে ২০০০ টাকা ক্যাশব্যাক।

বাইকটির ক্যাশব্যাক পরবর্তী অফার মূল্য ১ লাখ ৬ হাজার ৯৯০ টাকা।
অফার পেতে টিভিএস শোরুম অথবা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেল কিনতে হবে।
বিজ্ঞাপন
এজেড

