শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুজুকি জিক্সার এসএফ: দুর্ধর্ষ মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

সুজুকি জিক্সার এসএফ: দুর্ধর্ষ মোটরসাইকেল

জাপানের সুজুকির তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে জনপ্রিয় জিক্সার এসএফ। এর গ্রাফিক্স যেমন উন্নত, তেমনি পারফরমেন্সেও সেরা। 


বিজ্ঞাপন


প্রিমিয়াম এবং স্টাইলিশ মোটরবাইক সুজুকি জিক্সার এসএফ মডেল। অনেক তরুণের পছন্দের বাইক এটি। 

আরও পড়ুন: হোন্ডা হর্নেট মোটরসাইকেল এলো নতুন ভার্সনে

সুজুকের তৈরি এই বাইকে রয়েছে, ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৩.৬ পিএস শক্তি এবং ১৩.৮ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। 


বিজ্ঞাপন


এই বাইকের নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, প্রতি লিটার জ্বালানিতে জিক্সার এসএফ ৪৫ কিলোমিটার চলে।

মোটরসাইকেলটির দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক, সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এছাড়াও এতে আছে ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপমিটার, সম্পূর্ণ এলইডি লাইটিং এবং অটোমেটিক হেডলাইট অন ফিচার্স রয়েছে মোটরবাইকে।

বাইকটির সিটের উচ্চতা ৭৯৫  মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৪৮ কেজি। রংয়ের ক্ষেত্রে সিঙ্গেল টোন এবং ডুয়াল টোনসহ ছয়টি বিকল্প দেওয়া হয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর