রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়ি কিনবেন ভাবছেন? যে বিষয়গুলো খেয়াল রাখবেন 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

Buying a New Car

অনেকদিনের স্বপ্ন একটা গাড়ি কেনার। নিজের আর পরিবারের মানুষের জন্য থাকবে একটা গাড়ি। এমন ইচ্ছে অনেকেরই হয়। কিন্তু মনে অনেক সংশয় থাকে। কোন গাড়ি কিনলে ভালো হবে, কম বাজেটে সেরা গাড়ি কীভাবে চিনবেন এমন অনেক চিন্তা ঘুরপাক খায় মনে। 

গাড়ি কিন্তু পোশাক বা খাবার নয় যে পছন্দ না হলে ফেলে দিন। মোটা অঙ্কের টাকায় কেনা এই বাহনটি সম্পর্কে তাই কেনার আগেই সব জেনে নেওয়া উচিত। সম্প্রতি গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে জানুন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন- 


বিজ্ঞাপন


বাজেট কেমন? 

গাড়ির ব্র্যান্ড বা মডেল পছন্দ করার আগে বাজেট ঠিক করে নিন। কেননা গাড়ি পছন্দ করলেও বাজেট যদি সঙ্গ না দেয় তবে ইচ্ছে থাকলেও উপায় থাকবে না। তাই আগে থেকেই ঠিক করে নিন কত টাকায় গাড়ি কিনতে চাচ্ছেন। এরপর মডেল বা ব্র্যান্ড পছন্দ করুন। 

গাড়ির ভাল-মন্দ জানুন


বিজ্ঞাপন


যে গাড়িই কিনুন না কেন আগেই তা সম্পর্কে ভালো করে জেনে নিন। পরিচিত কেউ সেই নির্দিষ্ট মডেলের গাড়ি ব্যবহার করলে আরও ভালো। তার থেকে খুঁটিনাটি বিষয় জেনে নিন। এতে ক্ষতির আশঙ্কা কমবে। 

গাড়ি চালিয়ে দেখুন

গাড়ি কিনতে গেলে প্রস্তুতকারী কোম্পানি থেকেই ‘টেস্ট ড্রাইভ’ নেওয়ার সুবিধা থাকে। কেনার আগে অবশ্যই গাড়ি চালিয়ে দেখুন। তবে অভিজ্ঞরা মনে করেন, দোকানের নিজস্ব ড্রাইভারের পাশে বসে শুধু গাড়িতে না চড়ে নিজে চালিয়ে দেখলে ভালো। পা রাখার জায়গা, গাড়ির ইন্টেরিয়র সবটাই কেনার আগে খুঁটিয়ে দেখে নেওয়া জরুরি।

আসল বাজেট গোপন রাখুন

গাড়ি কিনতে গেলে সঙ্গে একটু বেশিই টাকা নিয়ে যান সবাই। যা গাড়ির মোট দামের চেয়ে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা বেড়ে যায়। তাই যদি কারও বাজেট থাকে ৫ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে গাড়ি কিনতে গেলে ১ লক্ষ হাতে রেখে ৪ লক্ষ টাকা বলাই ভালো।

কেমন গাড়ি পছন্দ? 

গাড়ি সাধারণত হ্যাচব্যাক, এসইউভি এবং সেডান— এই তিন প্রকারের হয়ে থাকে। তিন থেকে চার জনের ছোট পরিবারের ক্ষেত্রে হ্যাচব্যাকজাতীয় গাড়িই সবচেয়ে ভালো। কম দামে পোক্ত গাড়ি বলতে যা বোঝায়, এই ধরনের গাড়ি তাই। আবার বাজেট যদি বেশি থাকে, আপনি যদি খুব শৌখিন হন, সেক্ষেত্রে সেডান গাড়ি কিনতে পারেন। পরিবারে লোক সংখ্যা বেশি হলে কিনতে পারেন এসইউভি জাতীয় গাড়ি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর