তিন চাকার বাহনকে গাড়ি নাকি বাইক বলবেন? সাধারণত অটো রিকশার চাকায় হয় তিনটি। গাড়ি হয় চার চাকার। বাইকের চাকা থাকা দুইটি। কিন্তু গাড়ি ও বাইকের মাঝামাঝি তিন চাকার বাহনকে কী বলবেন? গাড়ি না মোটরবাইক?
সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি বাহনকে ঘিরে কৌতুহলীদের মনে জেগেছে এমন প্রশ্ন। এই বাহনকে বলা হচ্ছে সুপার ট্রান্সপোর্ট। এই গাড়ির নাম পোলারিস স্লিংশট আর। নামের মতোই এই যানবাহনের চেহারাও ভারী অদ্ভুত।
বিজ্ঞাপন
আপনি যদি মনে করে থাকেন এটি একটি স্পোর্টস কার তাহলে ভুল হবেন। কারণ এটি গাড়ি নয় একটি মোটরবাইক। নির্মাতা প্রতিষ্ঠান মোটরসাইকেল হিসাবেই এই দু চাকা নথিভুক্ত করেছে। যেহেতু এটি একটি বাইক তাই নেই কোনও দরজা বা ছাদ। পাশাপাশি যে দুইজনের আসন রয়েছে তাদেরকে পরতে হবে হেলমেট।
এই মোটরসাইকেলটি বানিয়েছেন আমেরিকার অটোমোবাইল প্রতিষ্ঠান পোলারিস। এতে রয়েছে ২ লিটার ৪ সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০৩ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। যানবাহনে তিনটি চাকা রয়েছে, দুইটি সামনে এবং একটি পিছনে। প্রতিষ্ঠানটির দাবি অনুসারে, মোটরসাইকেলটি মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।
বাইকের বৈশিষ্ট্য শুনলে অনেকের মনে হতে পারে এ তো গাড়ির মতোই শক্তি উৎপন্ন করে। শুধু তাই নয়, গাড়িটি লম্বা এবং চওড়ায় পোরসে ৯১১ জিটি৩ মডেলের অনুরূপ। এই দুই চাকার সর্বোচ্চ গতি ২০১ কিলোমিটার প্রতি ঘন্টা।
যেহেতু এটি একটি বাইক তা হেলমেট পরা বাধ্যতামূলক। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৩৭.১ লিটার। সাধারণ বাইকের থেকে অনেক বেশি ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে এই বাইকে। তাই ট্যাংক ফুল করে রাইডার অনেক দূর যাতায়াত করতে পারবেন বলে নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে।
বিজ্ঞাপন
এতে ফিচার্সও রয়েছে ঠাসা। থাকছে কিলেস এন্ট্রি, ৭ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাপেল কারপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন, স্টিয়ারিং হুইলে কন্ট্রোল বাটন এবং নির্দিষ্টি স্পিকার সিস্টেম। মোটরবাইকটি নিয়ন্ত্রণ করার জন্য এতে রয়েছে অটোড্রাইভ ট্রান্সমিশন। সবমিলিয়ে ফিচার্সের ক্ষেত্রে আয়োজনের কম নেই এই তিন চাকায়।
পোলাসির স্লিংশট আর মোটরসাইকেল ৫টি রঙে বাজারে ছেড়েছে সংস্থাটি। দাম ৩৩ হাজার ৯৯৯ ডলার।
এজেড

