শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

মোটরসাইকেল চালানোর দক্ষতা বাড়ানোর কৌশল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেল চালানোর দক্ষতা বাড়ানোর কৌশল
তরুণদের মাঝে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে মোটরসাইকেল। অফিসগামীদেরও নিত্যদিনের বাহন হয়ে উঠেছে বাইক। জনপ্রিয় এই দ্বিচক্রযান ঝুকিপূর্ণও বটে। তাই দক্ষতার সঙ্গে যন্ত্র চালিত এই বাহন চালাতে হবে। এজন্য কিছু টিপস জানা জরুরি। যেগুলো জানা থাকলে আপনি দক্ষ বাইক চালক হয়ে উঠবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 

সিগন্যাল ও রোডসাইন


বিজ্ঞাপন


সড়কের সিগন্যাল সব সময় মেনে চলবেন।  পাশাপাশি রোড সাইন অনুযায়ী বাইক চালাবেন। সিগন্যাল এবং রোড সাইন নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেয়। যদি এগুলো অমান্য করেন তবে বিপদে পড়তে পারেন।

আমাদের দেশের সড়ক মহাসড়কে বিভিন্ন সিগন্যাল দেওয়া থাকে। যেমন–সামনে বাজারে, সামনে মসজিদ, সামনে স্কুল, দুর্ঘটনাপ্রবণ এলাকা, ওভারটেকিং নিষেধ ইত্যাদি রোড সাইন। এই রোড সাইনগুলো দেখে আমাদের সতর্ক হতে হবে। সাবধানে বাইক চালাতে হবে। অন্য দিকে শহরের রাস্তায় সিগন্যাল মেনে রাইড করলে দুর্ঘটনা কমে।

yamaha bike

সঠিক সময়ে ব্রেকিং 


বিজ্ঞাপন


বাইক রাইড করা অবস্থায় বাইকের ব্রেকিং যথাযথ ভাবে করতে পারলে দুর্ঘটনার ক্ষতি কমিয়ে আনা যায়। বাইক রাইড করা অবস্থায় চেষ্টা করবেন যেন ডান হাতের একটি আঙুল সব সময় বাইকের ব্রেক লিভারের সঙ্গে সংযুক্ত থাকে। ব্রেক নিয়ন্ত্রণ করতে পারেন।

অনেক সময় দেখা যায় যে আপনি শুধুমাত্র এক্সেলেরেশন ধরে আছেন। সামনে অপ্রত্যাশিত কোন কিছু চলে আসলে তখন যদি আপনি সামনের ব্রেক লিভার চেপে ধরেন, তাহলে আপনি সঠিক মাপ বুঝতে পারবেন না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

আপনাকে আপনার বাইকের ব্রেকিং সিস্টেমের সঙ্গে অভ্যস্ত হতে হবে। এমনভাবে ব্রেকিং করবেন যেন চাকা স্কিড না করে এবং আপনিও সুরক্ষিত থাকেন। যারা ব্রেক লিভার ধরে রাইড করতে অভ্যস্ত তারা এখন থেকেই চেষ্টা করুন ব্রেক লিভার ধরে বাইক রাইড করার।

bike rideওভারটেকিং

মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করার কারণে। মোটরসাইকেলের ক্ষেত্রে মহাসড়কে বড় যানবাহনগুলোকে ওভারটেকিং করা অনেক ঝুঁকির। দুই লেনের রাস্তা মোটরসাইকেল আরোহীর জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। 

বড় যানবাহন এই দুই লেনের রাস্তা গুলোতে বেপরোয়াভাবে গাড়ি চালায়। এজন্য একজন মোটরসাইকেল আরোহীকে রাস্তায় চলার সময় যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যখন সামনে কোন বড় বা ছোট বাহন ওভারটেকিং করবেন তখন তার সামনে কোন যানবাহন বিপরীত দিক থেকে আসছে কি না  দেখুন। আপনার পেছনে কোন বড় যানবাহন আছে কি না দেখুন। যে বাহনকে ওভারটেকিং করবেন তার লুকিং গ্লাস বরাবর এসে একটা ফ্ল্যাশ দিবেন। হর্ন বাজাবেন। এরপর নিরাপদ দুরুত্ব বজায় রেখে আপনি আপনার মত করে ওভারটেকিং করবেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর