বাজারে এলো ইলেকট্রিক রিকশা। এই রিকশা একবার চার্জ দিলে চলবে টানা ১৬০ কিলোমিটার। এই বৈদ্যুতিক বাহন এনেছে ভারতের মুরুগাপ্পা গ্রুপের মন্ট্রা ইলেকট্রিক নামের একটি প্রতিষ্ঠান।
দক্ষিণ ভারতে এই রিকশা দেদারসে চলছে। তিন চাকার এই ব্যাটারিচালিত বাহনের নাম রাখা হয়েছে সুপার অটো।
বিজ্ঞাপন
দামি গাড়িতে যেসব ফিচার্স দেখা যায় সেরকমই বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স রয়েছে এই রিকশাতে। দাম ভারতে সোয়া তিন লাখ থেকে সাড়ে তিন লাখ রুপির মধ্যে।
এই বৈদ্যুতিক অটো রিকশাতে রয়েছে ১০ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা সর্বোচ্চ ৬০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। যা মাত্র ৪ ঘণ্টার মধ্যে ফুল চার্জ করে ব্যাটারি। এই ব্যাটারি একবার ফুল চার্জ হলে টানা ১৬০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
বৈদ্যুতিক রিকশার সর্বোচ্চ গতি ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। জানলে অবাক হবেন, ০ থেকে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে এটি সময় নেয় মাত্র ৪ সেকেন্ড। শক্তি স্টিল চেসিস দিয়ে তৈরি করা হয়েছে স্কুটারটি, থাকছে সম্পূর্ণ মেটাল বডি।
রিকশাটি লম্বায় ২৮২৫ মিলিমিটার এবং চওড়ায় ১৩৫০ মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ২০৭ মিলিমিটার। ফিচার্স হিসাবে থাকছে ডুয়াল বিম এলইডি হেডলাইটম ৪.৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, মোবাইল চার্জিং, লাগেজ কেবিন, একাধিক ড্রাইভিং মোড যেমন - ইকো, ড্রাইভ, পাওয়ার এবং রিভার্স মোড।
বিজ্ঞাপন
এই সুপার অটোতে রয়েছে পার্ক অ্যাসিস্ট মোডও, এ সব ট্র্যাক করা যাবে সুপার অটো অ্যাপের মাধ্যমে। এমনকি দিন শেষে কত আয় হয়েছে, ব্যাটারি স্ট্যাটাস কী, অটোর লোকেশন ও তার স্বাস্থ্য সবকিছুই যাচাই করা যাবে এই অ্যাপ দিয়ে। ভারতের সাতটি ভাষায় পরিষেবা দিতে সক্ষম সুপার অটো অ্যাপ।
এজেড

