প্রি-বুকিংয়ের প্রথম দিনেই হৈ চৈ ফেলে দিয়েছে কিয়া সেল্টোস ফেসলিফট। গত শুক্রবার (১৪ জুলাই) মধ্য রাত থেকে নতুন গাড়ির বুকিং শুরু করে কিয়া। আর প্রথম দিনেই গাড়িটির বুকিং হয়েছে ১৩ হাজার ৪২৪ টি। এই কম্প্যাক্ট এসইউভি (SUV) কিনতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। নতুন এই গাড়িটি প্রি-বুক করার জন্য টোকেন মূল্য রাখা হয়েছে ২৫ হাজার টাকা।
জানা যায়, ইতোমধ্যে যারা কিয়া সেল্টোসের মালিক তাদের জন্য বিশেষ কে-কোড (K-Code) চালু করেছে কিয়া। সংস্থার মাইকিয়া (MyKia) অ্যাপ অথবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই কোড তৈরি করা যাবে। এই কোড দিয়ে গাড়িটি বুকিং করতে পারবেন ক্রেতারা। তবে এই কোড কেবল ১টি বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
Kia Seltos Facelift গাড়ির বিশেষত্ব
চমৎকার আকর্ষণীয় কম্প্যাক্ট ডিজাইনের গাড়িটিতে রয়েছে বড় গ্রিল, লম্বা এলইডি ডিআরএল, স্পোর্টি লুকের বাম্পার এবং এলইডি টেলল্যাম্প। গাড়ির ভিতরে কেবিনে থাকছে দুটি ১০, ২৫ ইঞ্চি টাচস্ক্রিন, যার একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম আরেকটি ইনস্ট্রুমেন্টশন। এ ছাড়া মিলবে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এবং প্যানারমিক সানরুফ।
গাড়ির আরও একটি বিশেষ আকর্ষণ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) লেভেল 2। যেখানে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং অটো এমার্জেন্সি ব্রেকিং-এর মতো জরুরি সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। যে কোনও গাড়িতে ADAS সুবিধা পাওয়া মানে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়।
এটিতে ব্যবহার করা হয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন, সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক ট্রান্সমিশন বেছে নেওয়ার সুবিধা। কিয়া এর আরেক গাড়ি কারেন্সে এই একই ইঞ্জিন রয়েছে।
বিজ্ঞাপন
কিয়া সেল্টোস ফেসলিফট এর দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। অগাস্ট মাস নাগাদ গাড়ির পূর্ণাঙ্গ দামের তালিকা প্রকাশ হতে পারে। একাধিক রিপোর্টে দাবি, এটির দাম ১১ লাখ রুপি (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।
২০১৯ সালে প্রথম লঞ্চ হয় কিয়া সেল্টোস। প্রায় ৩ বছর পর চলতি মাসে গাড়িটির ফেসলিফট ভার্সন সামনে আনে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
এই গাড়ির চ্যালেঞ্জের মুখে পড়বে মারুতি গ্র্যান্ড ভিটারা, টয়োটা হাইরাইডার, হোন্ডা এলিভেট (যা এই বছরই লঞ্চ হবে) এবং ভক্সওয়াগেন তাইগুন।
এমএইচটি

