ইলন মাস্কের টেসলা পৃথিবীর অন্যতম ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির জন্ম মার্কিন মুল্লুকে হলেও অনেক দেশেই উৎপাদন হয়। এবার টেসলা গাড়ি তৈরি হবে ভারতেই। যেখানে বছরে ৫ লাখ টেসলার ব্যাটারিচালিত গাড়ি বানানো হবে।
ভারতে টেসলার কারখানা খোলার বিষয়টি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে আলোচনা নতুন রূপ নিল। সব ঠিক থাকলে আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম দামে ভারতে পাওয়া যাবে বিদ্যুৎচালিত, অত্যাধুনিক টেসলা গাড়ি।
বিজ্ঞাপন
দেশটিতে টেসলা গাড়ির কারখানা খোলার বিষয়টি চূড়ান্ত পরিনতি দিতে শিগগিরই স্পেস এক্সের কর্নধার ইলন মাস্কের কাছে প্রস্তাব পাঠানো হবে।
এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সে অনুযায়ী, ভারতের বাজারে গাড়ির দাম ন্যূনতম ২০ লক্ষ রুপি থেকে রাখার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগ সংক্রান্ত সবকিছু পাকা না হওয়া পর্যন্ত এ নিয়ে এখনই কথা বলতে নারাজ ইলন মাস্ক। তবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
শুধুমাত্র কারখানায় গাড়ি উৎপাদন বা বিক্রি নয়, ভারতকে রফতানি ঘাঁটি হিসেবেও প্রাধান্য দিতে চাইছেন মাস্ক। সে ক্ষেত্র জলপথে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলোতে টেসলার গাড়ি পৌঁছে দেওয়া হতে পারে। এখন চীনে টেসলা গাড়ি বানিয়ে বিভিন্ন দেশে বিক্রি করা হয়।
ভারতে মোটা বিনিয়োগের লক্ষ্য রয়েছে মাস্কের। এখনও পর্যন্ত এ নিয়ে এমনই ইতিবাচক ইঙ্গিতই পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এজেড

