একবার ফুল চার্জ হলে চলবে টানা ১০০ কিলোমিটার। শক্তিশালী ব্যাটারির এমন ইলেকট্রিক সাইকেল বাজারে এলো। এই সাইকেল এনেছে নেক্সজু রোডলার্ক। এটি ভারতীয় প্রতিষ্ঠান। মজবুত স্টিল দিয়ে তৈরি এই ই-সাইকেলে রয়েছে একগুচ্ছ ফিচার্স।
এই ইলেকট্রিক বাইকে কী কী বিশেষ ফিচার্স রয়েছে চলুন জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন
নেক্সজু রোডলার্ক ইলেকট্রিক সাইকেলে রয়েছে ৫.২ ও ৮.৭ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই ব্যাটারি থাকবে সাইকেলের মধ্যে এবং পেছন দিকে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি , এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। একবার চার্জ দিলে চলবে ১০০ কিলোমিটার পথ।
ই-বাইকের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ক্ষেত্রে বেশিরভাগ বাইকেরই সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার। ফলে এই ইলেকট্রিক সাইকেল চালাতে ড্রাইভে ্ ি
বাইকটিতে ২৬ ইঞ্চির কটন টিউব টায়ার রয়েছে। ফলে পাংচার হওয়ার ভয় নেই। বাইকটিতে ২৫০ ওয়াট ৩৬ ভোল্টের মোটর দেওয়া হয়েছে।চমৎকার বিষয় হল, এই ই-বাইকে মিলবে সাসপেনশন। যা উঁচু নিচু রাস্তায় বাইক স্থিতিশীল রাখার জন্য দেওয়া হয়।
এখানেই শেষ নয়। বাইকে রয়েছে ডুয়াল ইলেকট্রিক ডিস্ক ব্রেক, কোল্ড রোল্ড স্টিলের ফ্রেম এবং হাই গ্রেড ফোম কুশন। সংস্থার দাবি অনুযায়ী, এই ই-বাইকে পেডেলিক মোডে মাইলেজ রয়েছে ১০০ কিলোমিটার এবং থ্রটল মোডে ৭৫ কিলোমিটার চালানো যাবে।
বিজ্ঞাপন
বাইকটি কিনলে ওয়ারেন্টি পাওয়া যাবে। ভারতে এর দাম ৪৬ হাজার রুপি।
এজেড

