শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কম দামে ১০০ সিসির ৫ বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

কম দামে ১০০ সিসির ৫ বাইক

অনেকেই ছোটখাটো মোটরবাইক পছন্দ করেন। বিশেষ করে যাদের উচ্চতা কম। এছাড়াও যারা বেশি মাইলেজ চান তাদের পছন্দ ১০০ সিসির বাইক। এই বাইকগুলোর আরেকটি সুবিধা হচ্ছে এর দাম কম। মেইনটেনেন্স খরচও কম। জেনে নিন সাশ্রয়ী দামের ১০০ সিসির ৫টি বাইক সম্পর্কে।

১. হিরো এইচএফ১০০ 


বিজ্ঞাপন


সবথেকে সস্তা ১০০ সিসির মোটরসাইকেল। চলতি বছর এপ্রিলে এই মোটরসাইকেল বাজারে এসেছে। এই মোটরসাইকেলে রয়েছে একটি ৯৭.২ সিসির ইঞ্জিন। সঙ্গে রয়েছে ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি ও ৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই মোটরসাইকেলে রয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার, বাতাসের তাপমাত্রা সেন্সর, গাড়ি গতি সেন্সরসহ আরও অনেক ফিচার। পেট্রোল বাঁচানোর জন্য এই মোটরসাইকেলে আইপিএস প্রযুক্তি ব্যবহার করেছে হিরো।

bike২. বাজাজ সিটি ১০০ ইএস

বাজাজ সিটি ১০০ একটি কমিউটার মোটরসাইকেল। এই মোটরসাইকেলে কোন জমকালো ডিজাইন ব্যবহার হয়নি। তবে অ্যালয় হুইল ও ফর্ম এই মোটরসাইকেলকে সেগমেন্টের অন্যান্য মোটরসাইকেলের থেকে আলাদা করে দেয়। বাইকটিতে রয়েছে ১০২ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি ও ৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ৪ স্পিড ট্রান্সমিশন। আছে ইলেকট্রিক স্টার্টার। এই মোটরসাইকেলের অ্যানালগ ইনস্ট্রুমেন্টস প্যানেলে থাকছে স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গেজ।

৩. হিরো এইচএফ ডিলাক্স 


বিজ্ঞাপন


এটা হিরো এইচএফ ১০০ এর প্রিমিয়াম লুক ভার্সন। এতে রয়েছে অ্যালয় হুইল ও ক্রোম ফিনিশ। এটি ১০০ মোটরসাইকেল। চলতি বছর এপ্রিলে এই মোটরসাইকেল বাজারে এসেছে। এই মোটরসাইকেলে রয়েছে একটি ৯৭.২ সিসির ইঞ্জিন। সঙ্গে রয়েছে ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি ও ৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই মোটরসাইকেলে রয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার।

bike৪. বাজাজ প্লাটিনা ১০০ ইএস

বাজাজ প্লাটিনা ১০০ ইএস (ইলেকট্রিক স্টার্ট) মডেলে রয়েছে এলইডি হেডল্যাম্প, রাবার ফুটপ্যাড, স্প্রিং ইন স্প্রিং সাসপেনশন। এই মোটরসাইকেলে রয়েছে ১০২ এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি ও ৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স। কোম্পানির দাবি এক লিটার পেট্রোলে ৯০ কিমি চলবে বাইকটি।

৫. হিরো স্প্লেন্ডর প্লাস

সবথেকে জনপ্রিয় কমিউটার মোটরসাইকেলের অন্যতম হিরো স্প্লেন্ডর প্লাস। প্রায় সকলেই এই মোটরসাইকেলের নাম শুনেছেন। কয়েক দশক ধরে হিরোর এই মোটরসাইকেল নিজের সেগমেন্টে এক নম্বর স্থান ধরে রেখেছে। কিক্সটার্ট, সেলফ স্টার্ট ও আইথ্রিএস প্রযুক্তিসহ সেলফ স্টার্ট প্রযুক্তি সহ এই মোটরসাইকেল পাওয়া যাবে। এই বাইকে রয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি ও ৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই মোটরসাইকেলের পিছনের চাকায় রয়েছে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক ও সামনের চাকায় রয়েছে ১১০ মিলিমিটারের ড্রাম ব্রেক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর