বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বাইক সাইড স্ট্যান্ড করে রাখলে মাইলেজ কমে, অবিশ্বাস্য হলেও সত্য

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

বাইক সাইড স্ট্যান্ড করে রাখলে মাইলেজ কমে, অবিশ্বাস্য হলেও সত্য

মোটরসাইকেল বা স্কুটার পার্ক করার জন্য বেশিরভাগ মানুষ সাইড স্ট্যান্ড করে রাখেন। খুব একটা দরকার না হলে ডাবল স্ট্যান্ড ব্যবহার করেন না। বারবার বাইক সাইড স্ট্যান্ড করার প্রবণতা আপনাকে বিপদে ফেলতে পারে। এমনকি প্রভাব ফেলতে পারে মাইলেজেও। 

বাইক সাইড স্ট্যান্ড করতে যেমন সময় কম লাগে তেমনই খুব বেশি ঝক্কি নিতে হয় না। সাইড স্ট্যান্ড ছাড়াও মেইন স্ট্যান্ড করা যায় বাইক। কিন্তু সেন্টার স্ট্যান্ড মোটরসাইকেল সার্ভিসিং বা অনুর্বর জমিতেই বেশি করতে দেখা যায়।


বিজ্ঞাপন


bikeসাইড স্ট্যান্ড করলে কী ক্ষতি হবে?

কেউ যদি সামান্য সময়ের জন্য মোটরবাইক সাইড স্ট্যান্ড করে রাখেন তাহলে খুব বেশি প্রভাব পড়বে না বাইকের উপর। কিন্তু কেউ যদি দীর্ঘসময়ের জন্য সাইড স্ট্যান্ড করেন তাহলে সমস্যায় পড়তে পারেন। এই অভ্যাস আপনার বাইকের মাইলেজ সহ সামগ্রিক বডিতে প্রভাব ফেলতে পারে।

মাইলেজ

দীর্ঘক্ষণ মোটরবাইক সাইড স্ট্যান্ড করে রাখলে দুইটি ইনজেক্টরের উপর জ্বালানির চাপ তৈরি হতে পারে। জ্বালানির লেভেল সরে যেতে পারে। যে সব বাইকে ইঞ্জিন ইমোবিলাইজার নেই সেইসব বাইকে এই সমস্যা বেশি দেখা যেতে পারে। লিক হতে পারে জ্বালানি। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে সাইড স্ট্যান্ড করে বাইক রেখে দেন। এমন পরিস্থিতিতে মাইলেজে ঘাটতি দেখা যেতে পারে।


বিজ্ঞাপন


bikeবাইক মাটিতে পড়ে যাওয়ার ভয়

মোটরসাইকেল যদি এক টানা সাইড স্ট্যান্ড থাকে তাহলে সেটি মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ এই সময় সামান্য ধাক্কাও বাইক সহ্য করতে পারে। যার ফলে মাটিতে পড়ে বাইকটি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি ভাবেন এটি কী এমন বড় বিষয় তাহলে জেনে রাখুন বাইক মাটিতে পড়ার ফলে নানান যন্ত্রপাতি নষ্ট হতে পারে। যা আপনার জন্য মোটা খরচ ডেকে আনবে। তাই শখের বাইকের সঙ্গে এমন কাজ কখনই করা উচিত নয়।

আন্ডারবডি ড্যামেজ

বাইকের সাইড স্ট্যান্ড চেসিসের সঙ্গে যুক্ত হয়। তাই দীর্ঘক্ষণ যদি মোটরসাইকেল সাইড স্ট্যান্ড করে রাখা হয় তাহলে চেসিসের জয়েন্টে কাছে অপ্রত্যাশিত চাপ তৈরি হয়। এর ফলে সেটি দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলে চেসিস দুর্বল হয়ে যায় এবং পরে গিয়ে বাইকের ভারসাম্য নষ্ট করে দেয়। এ ছাড়াও সাইড স্ট্যান্ড করার ফলে অতিরিক্ত স্পেসও দখল করে নেয় সেই বাইক। যেখানে সেন্ট্রাল স্ট্যান্ড করলে অপেক্ষাকৃত কম জায়গা দখল করে।

bikeডবল স্ট্যান্ডের সুবিধা

সেন্ট্রাল স্ট্যান্ড বা ডলব স্ট্যান্ড করলে মোটরসাইকেল খুব বেশি কাত হয় না তাই উপরোক্ত অসুবিধাগুলোর মুখোমুখি হতে হয় না। পাশাপাশি জমি যদি অনুর্বর হয় তাহলেও বাইক নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে না যতক্ষণ না ভারী কিছু বস্তুর সঙ্গে ধাক্কা লাগছে। মোটরসাইকেল সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণ করার সময় সেন্ট্রাল স্ট্যান্ড করেন অনেকে।

তবে সেন্ট্রাল স্ট্যান্ডের কিছু অসুবিধাও রয়েছে যেমন এটি সময়সাপেক্ষ। কম সময়ের জন্য দ্রুত এবং সহজ ভাবে পার্কিং করতে চাইলে সেন্ট্রাল স্ট্যান্ড করা উচিত নয়। এ ক্ষেত্রে সাইড স্ট্যান্ডই উপযুক্ত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর