সাশ্রয়ী দামে সকলের হাতে বাইকের চাবি তুলে দিতে নতুন বাহন আনল হিরো। প্রতিষ্ঠানটি সুপার স্প্লেন্ডর এক্সটেক মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে।
হিরোর নতুন বাইকে আকর্ষণীয় ডিজাইন দেওয়া হয়েছে। এর ইঞ্জিন বেশ রিফাইন। ফলে অধিক মাইলেজ দেবে। এর রক্ষণাবেক্ষণ খরচও কম।
বিজ্ঞাপন
হিরো আনুষ্ঠানিকভাবে এবার বাজারে আনল হিরো সুপার স্প্লেন্ডর এক্সটেক। তবে বাইকটির দাম দেখে আন্দাজ করার উপায় নেই এটি দামে বেশ কম। এটি হিরো সংস্থার পুরোনো সংস্করণ এবং দামও বেশ কম। বাইকটির দাম শুরু হয়েছে ভারতে ৮৩ হাজার রুপি থেকে।
চলতি বছরে গ্রাহকেরা বাইকটি কিনতে পারবেন বলে মনে করা হচ্ছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, বাইকটি প্রতি লিটার তেলে ৬০ কিলোমিটার মাইলেজ অতিক্রম করতে সক্ষম।
এই নতুন সংস্করণে একাধিক ফিচার্স যেগ করা হয়েছে, এমনটাই জানিয়েছে হিরো। এটিতে রয়েছে একাধিক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। যেমন, ইউএসবি চার্জার পোর্ট, মোবাইল কানেক্টিভিটি সিস্টেম, সার্ভিস ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, ফুয়েল ওয়ার্নিং মিটার ইত্যাদি। বাইকের মডেলটি পুরোনো মডেলের মতন হবে বলে মনে করা হচ্ছে। ফিচার্সের বেশিরভাগই নেওয়া হয়েছে হিরো স্পেন্ডার থেকে।
তবে এই নতুন মডেলে শক্তিশালী ইঞ্জিন দিতে পারে সংস্থা, এমনটাই মনে করা হচ্ছে। বাইকটিতে থাকছে ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। সঙ্গে এটি দুর্দান্ত মাইলেজ অতিক্রম করতে সক্ষম।
বিজ্ঞাপন
প্রথম ভ্যারিয়েন্টে থাকবে ফ্রন্ট ড্রাম ব্রেক, দাম ৮৩ হাজার রুপি। দ্বিতীয় ভ্যারিয়েন্টফ্রন্ট ডিস্ক ব্রেকের সঙ্গে দাম থাকতে পারে ৮৭ হাজার রুপি।
এজেড