ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে বাজারে এলো ইলেকট্রিক সাইকেল। এই সাইকেল এনেছে ভারতের এভন নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। এই সাইকেলের বিশেষত্ব হচ্ছে ব্যাটারির চার্জ শেষ হলেও সাইকেলের মতো প্যাডেল ঘুরিয়ে চালানো যাবে। ফলে লম্বা দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে।
নতুন এই ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি চার্জ দেওয়ার খরচ খুবই কম। এক থেকে দুই ইউনিট চার্জ খরচ করে পুরো দিনের পথ চলা যাবে।
বিজ্ঞাপন
ভারতে ব্যাটারিচালিত এই বাহনের দাম ২৯ হাজার রুপি। যা একদম হাতের নাগালে।
এভনের ইলেকট্রিক সাইকেলটিতে রয়েছে ৪৮ ভোল্ট ১২ অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি একবার ফুল চার্জ দিলে ৫০ কিলোমিটার চলবে।
বৈদ্যুতিক সাইকেলটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ইউএসবি পোর্ট, পুশ স্টার্ট, এলইডি লাইট। এছাড়া যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই স্কুটারের দুই চাকাতে ড্রাম ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এজেড