শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪৪ লাখে মিতসুবিশির ব্র্যান্ড নিউ এক্সপ্যান্ডার গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

৪৪ লাখে মিতসুবিশির ব্র্যান্ড নিউ এক্সপ্যান্ডার গাড়ি

দেশের বাজারে এসেছে মিতসুবিশি মোটরসের এক্সপ্যান্ডার ২০২৩। সাত সিটের স্টাইলিশ এই ফ্যামিলি গাড়িটি পাওয়া যাচ্ছে মিতসুবিশি মোটরসের ঢাকা, চট্টগ্রাম আউটলেটে।

ঈদ-উল-আজহা উপলক্ষে ৪৪ লাখ ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই গাড়িটি। এছাড়া ক্রেতারা পাবেন তিনটি ফ্রি সার্ভিসিং এবং ৫ বছর অথবা ১ লাখ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।


বিজ্ঞাপন


carর‍্যাংগস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, গ্রাহকদের ঈদ আরও উপভোগ্য করে তুলতে নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার এর উপর বিশেষ ঈদ অফার দিতে পেরে আমরা আনন্দিত। নান্দনিক ডিজাইন, অত্যাধুনিক বৈশিষ্ট্য, হাই-পারফর্ম্যান্স এবং হাই-গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পন্ন গাড়িটি দেশের ফ্যামিলি কার সেগমেন্ট এবং অফিস পুলকার হিসেবে আরও বেশি সাড়া ফেলবে বলে আমরা আশাবাদী।

নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার-এর অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য এটি পারিবারিক বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে আশা করা যাচ্ছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর