শেয়ার করুন:
মো. আবদুল হামিদ
হেড অব মাল্টিমিডিয়া
মো.আবদুল হামিদের জন্ম নোয়াখালীতে। ২০১২ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অধ্যয়ন করেন। পাশাপাশি মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন। এখন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল-এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দৈনিক প্রতিদিনের সংবাদ-এর মাল্টিমিডিয়া ইনচার্জ এবং সাব-এডিটর হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া দৈনিক অধিকার-এর জেলা প্রতিনিধি, প্রিয় ডটকম-এর সাব-এডিটর এবং প্রথম সময়-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। নিজেকে সবসময় সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন তিনি।