কেন তোমার-আমার জন্ম,
একশ বছর আগে হলো না?
কেন তোমার-আমার ভাগ্য?
এক সুতোয় বাঁধা হলো না?
কেন তোমার-আমার গল্প
এক কাব্যে শুরু হলো না?
আমি তো শুধু ভালো থাকতে
ভালো রাখতেই চেয়েছিলাম।
সৃষ্টিকর্তা এতটা নির্দয় না হলেও পারতেন।।
শেয়ার করুন:
কেন তোমার-আমার জন্ম,
একশ বছর আগে হলো না?
কেন তোমার-আমার ভাগ্য?
এক সুতোয় বাঁধা হলো না?
কেন তোমার-আমার গল্প
এক কাব্যে শুরু হলো না?
আমি তো শুধু ভালো থাকতে
ভালো রাখতেই চেয়েছিলাম।
সৃষ্টিকর্তা এতটা নির্দয় না হলেও পারতেন।।
ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন