সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ছোটদের সময়ের’ যুগপূর্তিতে শিশুসাহিত্য উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

‘ছোটদের সময়ের’ যুগপূর্তিতে শিশুসাহিত্য উৎসব

শিশু সাহিত্যের জনপ্রিয় ম্যাগাজিন ‘ছোটদের সময়’ নিয়মিত প্রকাশনার এক যুগ পূর্ণ করেছে। দীর্ঘ এই পথচলায় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে শনিবার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন করা হয় ‘ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫’।

উৎসবে শিশু-কিশোরদের জন্য ছিল নানা আয়োজন-ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতা, আমন্ত্রিত লেখকের কণ্ঠে ছড়া-কবিতা পাঠ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু সাহিত্যবিষয়ক সেমিনার এবং ‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার–২০২৫’ প্রদান।


বিজ্ঞাপন


উৎসবে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘শিশু-কিশোরদের রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তি থেকে মুক্ত হয়েছি। একটি জাতির ভবিষ্যৎ এই শিশু-কিশোররাই। এই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি আরও বলেন, শিশু একাডেমির কার্যপরিধি বিস্তৃত করতে আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে প্রতিষ্ঠানটি একটি অধিদফতরের মতো কার্যক্রম পরিচালনা করতে পারে।

উৎসবের উদ্বোধন করেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক।

এছাড়াও উৎসবে উপস্থিত ছিলেন, লেখক, গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, ছোটদের সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, কবি জব্বার আল নাঈম। শুভেচ্ছা বক্তব্য দেন সম্পাদক মামুন সারওয়ার। সভাপতিত্ব করেন শিশু সংগঠক ও লেখক মাহবুবুল হক।


বিজ্ঞাপন


উৎসবে ‘দৈনিক পত্রিকার ছোটদের পাতা: সংকট ও সম্ভাবনায় বড়দের ঔদাসিন্য ও বিচারবোধ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ড. কাজল রশীদ শাহীন বলেন, বর্তমান সময়ের ছোটদের পাতা আমাদের শিশুদের মনোজগত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব পাতায় আর আমাদের বাঙালির উৎসব, আয়োজন ও ছোটদের অংশগ্রহণ অনেকটা সংকীর্ণ হয়ে গেছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক এনায়েত রসুল, আলোচক কবি ও শিশুসাহিত্যিক জাকির আবু জাফর, শিশুসাহিত্যিক, ভাষাবিদ অধ্যাপক তারিক মনজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, কথাসাহিত্যিক আলী আসকর ও কবি আবিদ আজম। সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক মনসুর আজিজ।

এছাড়া উৎসবে ছড়া কবিতা পাঠের আয়োজনে অংশগ্রহণ করেন শতাধিক ছড়াকার ও কবি। আলোচক হিসেবে ছিলেন স. ম. শামসুল আলম, আতিক হেলাল, জুলফিকার শাহাদাৎ, জাকির হোসেন কামাল, শামস আরেফিনসহ আরও অনেকে।

সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক শিশুসাহিত্যিক মাহবুবা চৌধুরী, প্রখ্যাত ছড়াকার আবু সালেহ ও মাহমুদ উল্লাহ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আহমেদ নাসিম আন্দালিব, অধ্যাপক ড. আলো আরজুমান বানু, সভাপতিত্ব করেন আবুল কাশেম শেখ।

ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান শিল্পী মোমিন উদ্দীন খালেদ, ফরিদী নুমান, ভাস্কর শামীমা হক, শিল্পী এলিজা, শিল্পী রজত ও নাজমুল মাসুম। গল্প বলা বিচারক ছিলেন গীতিকবি ও শিশুসংগঠক নাঈম আল ইসলাম মাহিন, মুশফিকা সাদিয়া, কবি ও অধ্যাপক হোমায়রা মোর্শেদা আখতার, কবি শাকিল মাহমুদ, শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমেদ। এবার ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন দেশের ৬ গুণী লেখক।

ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার জানান, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমানকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া, ছোটদের সময় প্রকাশিত তিনটি বই, যথাক্রমে গল্পগ্রন্থ ‘ঈগল খরশোগ ও গুবরে পোকা’র জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ ‘লৌহদানব’র জন্য মনসুর আজিজ ও জুলাই বিপ্লব বিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য আমিরুল মোমেনীন মানিককে পুরস্কার দেওয়া হয়।

একইসঙ্গে জনপ্রিয় গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফাকে প্রদান করা হয় ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার। শিশুসাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৬ লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী উৎসবে উপস্থাপনা করেন কবি আবিদ আজম, কবি শামস আরেফিন, ওলিজা বিনতে শামস, দেলোয়ারা জাহান দিশা।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর