শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথমবারের মতো সদস্যপদ দিচ্ছে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

প্রথমবারের মতো সদস্যপদ দিচ্ছে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট
প্রথমবারের মতো সদস্যপদ দিচ্ছে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম গবেষণার অন্যতম সরকারি প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবার প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সদস্যপদ উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, যেকোনো আগ্রহী ব্যক্তি নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সদস্যপদ গ্রহণ করতে পারবেন।

সদস্যপদ প্রার্থীর যোগ্যতা


বিজ্ঞাপন


ইনস্টিটিউটের নীতিমতে, যেসব ব্যক্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও দর্শনের প্রতি অনুরাগী এবং ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত—তারা সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সদস্যদের সুবিধাসমূহ

সদস্যপদ গ্রহণ করলে নানা ধরনের সুবিধা পাওয়ার সুযোগ থাকছে—

ইনস্টিটিউটের প্রকাশনা ও সেবা বাবদ নির্ধারিত মূল্যের ৫০% পর্যন্ত ছাড়।


বিজ্ঞাপন


বিশেষ অনুষ্ঠান ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

ইনস্টিটিউটের আয়োজিত আলোচনা সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ।

বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধা।

ইনস্টিটিউটের ৩০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম ও সেমিনার কক্ষ (নির্ধারিত রেট অনুযায়ী) ব্যবহারের সুযোগ।

583916495_10163418574994803_4383998581415882347_n_(1)

সদস্যপদ ফি

সাধারণ সদস্যপদ: বছরে ১,০০০ টাকা। নবায়ন ফি বার্ষিক ১০০০ টাকা

আজীবন সদস্যপদ: ৫,০০০ টাকা

প্রতিষ্ঠানের জন্য আজীবন সদস্য ফি ১০,০০০ টাকা

আইডি কার্ডের ফি ২০০ টাকা। 

কোথায় আবেদন করবেন?

সদস্যপদ ফরম, আবেদন পদ্ধতি এবং বিস্তারিত জানার জন্য ইনস্টিটিউটের সরকারি ওয়েবসাইট nazrulinstitute.gov.bd ভিজিট করুন। 

এছাড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে ০১৫৫৮-৮৪৪৯৬৬

ইনস্টিটিউটের ঠিকানা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট
(সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)
কবি ভবন, বাড়ি ১৫ (পুরাতন সড়ক ২৮), ভাষা সৈনিক বিচারপতি আবদুর রহমান চৌধুরী সড়ক, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর