মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

ইসলামি বইমেলায় জহির উদ্দিন বাবরের ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

babor-book
নতুন বই ইবনে বতুতার স্মৃতির খোঁজে। ছবি: সংগৃহীত

লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবরের মালদ্বীপ ও শ্রীলঙ্কার ভ্রমণ কাহিনি ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’ এখন বাজারে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশে চলমান ইসলামি বইমেলা উপলক্ষে বইটি প্রকাশিত হয়েছে। বাতায়ন পাবলিকেশন্স প্রকাশিত বইটি ইসলামি বইমেলায় প্রয়াস প্রকাশনের ১৯১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাবাজারের কওমি মার্কেট থেকে সরাসরি এবং রকমারি ডটকম ও ওয়াফি লাইফ ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

ভারত মহাসাগরের মধ্যখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পাশাপাশি অবস্থিত দেশ দুটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সারা বিশ্বের পর্যটকদের গন্তব্য এই দেশ দুটির ইতিহাস-ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। এই অঞ্চলটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার বিচিত্র সব স্মৃতি। লেখক জহির উদ্দিন বাবর মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণকালে সেই স্মৃতির খোঁজ নিয়েছেন। ভ্রমণবৃত্তান্তের পাশাপাশি তুলে ধরেছেন ইতিহাসের নানা বয়ান। চেষ্টা করেছেন শিকড়ের সন্ধান দিতে।


বিজ্ঞাপন


বইটিতে একদিকে মিলবে সুখপাঠ্য ভ্রমণের স্বাদ, অন্যদিকে পাওয়া যাবে বিস্তৃত ইতিহাসের সংক্ষিপ্ত ও সাবলীল আলোচনা। এতে ঘরে বসে বইয়ের পাতায় পাঠক পাবেন ভ্রমণের স্বাদ। মিলবে ইতিহাসের নানা অজানা অধ্যায়ের খোঁজ। হারিয়ে যাবেন হাজার বছর আগের পৃথিবীতে।

আরও পড়ুন

বইমেলায় জহির উদ্দিন বাবরের ‘লেখালেখির প্রথম পাঠ’

নকীব পদক পেলেন ধর্ম উপদেষ্টা ও ঢাকা মেইলের জহির উদ্দিন বাবর

বইটিতে দুটি দ্বীপরাষ্ট্রের সমাজ-সংস্কৃতি, রাজনীতি-অর্থনীতি, শিল্প-সাহিত্যসহ নানা প্রসঙ্গও আলোচিত হয়েছে পরিমিত আঙ্গিকে। পড়ার টেবিলে যারা সত্যিকারের ভ্রমণের স্বাদ নিতে চান, পাশাপাশি ধারণা পেতে চান ইতিহাস-ঐতিহ্যের নানা বাঁক সম্পর্কে-তাদের পাঠ্যতালিকায় বইটি অগ্রাধিকার পেতে পারে।

চার রঙা ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো ৯৬ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ১৬০ টাকা। মেলা উপলক্ষে বিশেষ কমিশনে বইটি পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর