রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজী নজরুলের সাম্যবাদী কাব্যের বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

Kazi Nazrul Islam Book
কাজী নজরুলের সাম্যবাদী কাব্যের বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’ প্রকাশ উপলক্ষে অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষে বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’ প্রকাশিত হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে এ উৎসবের আয়োজন করা হয়। গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন এবং প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন- নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, নজরুল গবেষক সাজেদ কামাল, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ, বইটির সম্পাদক ইকরাম আহমেদ লেনিন ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ‘নার’ কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী টিটো মুন্সী এবং ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন শিমুল পারভিন।

গ্রন্থে নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের ১১টি কবিতা ১১টি আন্তর্জাতিক ভাষায় অনূদিত রূপে স্থান পেয়েছে। পাশাপাশি নজরুলের সাম্যবাদ ও সাহিত্যচিন্তা নিয়ে গবেষক ও লেখকদের ১০টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। ১৯২৫ সালে প্রথম প্রকাশিত ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ মানবতার মুক্তি ও সাম্যের অনবদ্য ঘোষণা। শতবর্ষ পেরিয়েও এ কাব্য সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্ম ও বৈশ্বিক পরিসরে নজরুলকে পৌঁছে দিতে এ ধরনের বহুভাষিক সংকলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন


প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জাতীয় কবির সাম্যের বাণী শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, বৈশ্বিক মানবতারও সম্পদ। আমরা চাই নজরুলের কাব্য ও দর্শন বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যাক। ‘গাহি সাম্যের গান’ সেই প্রয়াসেরই অংশ।

নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা বলেন, নজরুল আমাদের মতোনই মানুষ ছিলেন কিন্তু তাঁর ভেতরে স্রষ্টার অসাধারণ শক্তি কাজ করেছে। তিনি কাউকে কুর্নিশ করেননি, কারও কাটা পথে হাঁটেননি। নিজের পথ নিজে কেটে এগিয়ে গেছেন। সাম্যবাদী কাব্যগ্রন্থের শতবর্ষে এমন সংকলন প্রকাশের জন্য সম্পাদককে ধন্যবাদ।

নজরুল গবেষক সাজেদ কামাল বলেন, ‘সাম্যবাদী’ ছোট একটি কাব্য হলেও এর ভেতরে আছে ধর্মীয় সাম্য, নারী-পুরুষের সাম্য, ধনী-দরিদ্রের সাম্য, পরিবেশ—অসংখ্য বিষয়। এ রকম নিদর্শন পৃথিবীতে বিরল।

সম্পাদক ইকরাম আহমেদ লেনিন বলেন, এই কাব্যগ্রন্থের ১১টি কবিতায় নজরুলের আদর্শ, রাজনৈতিক, সামাজিক ও মানবিক দর্শন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নজরুল চেতনা জানতে হলে ‘সাম্যবাদী’র কাছে হাত পাততেই হবে।
 
এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর