শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানুষ তুমি কদম হও

শেখ সুলতানা সুখী
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

ছবি- সংগৃহীত

সকালটা আজ মোহনীয়,
জানালার পাশেই কদমগাছ।
দিনের শুরুতেই তার শুভ্র
অথচ স্নিগ্ধ পরশ ছুঁইয়ে আমার 
মনকে প্রশান্ত করেছে।

নাক ডুবিয়ে শ্বাস নেই
কদমের মিষ্টি গন্ধে,
সে যেন এক শ্বেতশুভ্র পরীর
বেশে আমাকে প্রশান্ত করে
নরম, কমনীয় বন্ধুর বেশে।


বিজ্ঞাপন


আমি ডুবতে থাকি তার 
রুপের সুধায়, কোমল মায়ায়।
আমাকে আচ্ছন্ন করে রাখে
গভীর মুগ্ধতায়, তার রূপের ছটায়
আমার মনটা ভিজে সতেজ হয়।

পৃথিবীর যত ক্লেশ, দ্বেষ, দ্বিধা
সবকিছু থেকে আমি বিচ্ছিন্ন
হয়ে, অনুভব করি প্রগাঢ় প্রশান্তি
চোখ পোড়ে, মন ভেজে তবুও তো
পাই নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া।

জীবন আর জগৎ যত আগায়,
আমরা শিখি, মানুষকে চিনি।
পড়তে পারি নিজেদের ভুলগুলো
সংসার এক মিছে মায়া, যদিও
কেউ কেউ ঠিক কদমের মতন নিঃস্বার্থ।

এগিয়ে যেতে হলে তোমাকে
অবশ্যই মানুষ চিনতে হবে।
মুহূর্তেই পড়ে নিতে হবে তাদের
চোখ,বুকের মধ্যে জমানো চোরা
স্বার্থপরতা, আর ক্ষণিকের ছলনা।


বিজ্ঞাপন


তুমি সব শুনবে, সব জানবে, চোখে
চোখ রেখে পড়তে থাকবে তাদের 
অযুত কথা, সয়ে নিবে সব নীরব আঘাত।
তবুও স্রোতে গা না ভাসিয়ে কদম হয়ে
স্নিগ্ধরূপে মমতার পরশ বুলাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর