সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

সমাজকল্যাণমূলক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৬:২০ এএম

শেয়ার করুন:

সমাজকল্যাণমূলক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন

মানবকল্যাণে সৃজনশীল প্রচেষ্টায় কোনো ব্যক্তির উৎকর্ষতার বিকাশ ঘটে। সমাজকল্যাণবোধ জাগ্রতকরণে যে কোনো ব্যক্তিগত প্রয়াস রাষ্ট্রের জন্য ইতিবাচক। সামাজিক কল্যাণ, নিয়ন্ত্রণ, সংহতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় অনেকে নীরবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ তাদেরই একজন। তিনি বিভাগীয় অনুমতিক্রমে দীর্ঘ ১০ (দশ) বছর যাবৎ সমাজকল্যাণমূলক নিবন্ধ লিখে যাচ্ছেন গণমাধ্যমে। এ পর্যন্ত তার প্রায় ১০০ সমাজকল্যাণমূলক নিবন্ধ সংবাদপত্রে প্রকাশিত হয়ে।

১শ সমাজকল্যাণমূলক নিবন্ধ প্রকাশ উপলক্ষ্যে ২৮ মে তার উল্লেখযোগ্য নিবন্ধ সম্বলিত দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
‘নাগরিক অধিকার ও কল্যাণ’ ও ‘সামাজিক সুরক্ষা ও উন্নয়ন’ শীর্ষক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে বলেন, পেশাদারিত্ব মনোভাব নিয়ে নিয়মিত সমাজকল্যাণমূলক নিবন্ধ প্রকাশ অত্যন্ত প্রশংসনীয়। কোনো ব্যক্তি এরূপ প্রচেষ্টা মানুষের মেধা, মনন ও সৃজনশীলতায় সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন— সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

জাতীয় সমাজসেবা একাডেমির প্রভাষক সোমা ইউসূফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সমাজকল্যাণ উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া ও নাজমুস সাদাত পারভেজ, প্রশাসন ও অর্থ, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহেদ পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রবিউল করিম জালাল, জাতীয় সমাজসেবা একাডেমির উপাধ্যক্ষ আ. ফ. ম. আমানউল্ল্যাহ, জাতীয় সমাজসেবা একাডেমির সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন ভুঁইয়া, জাতীয় সমাজসেবা একাডেমির প্রভাষক নুরুল আমিন, জাতীয় সমাজসেবা একাডেমির প্রভাষক আব্দুল আজিজ মাহাবুবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

‘নাগরিক অধিকার ও কল্যাণ’ শীর্ষক গ্রন্থের মুখবন্ধ লিখেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ উদ্দীন ভুঁইয়া। প্রকাশিত গ্রন্থ প্রসঙ্গে তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি জানান, এ গ্রন্থের সংকলিত প্রবন্ধসমূহ সমসাময়িক সামাজিক ইস্যু সংশ্লিষ্ট। যা সামাজিক কল্যাণ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর