অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সোহেল বীরের নতুন গল্পগ্রন্থ ‘খড়কুটো জীবন’। বইটি প্রকাশ করছে পাললিক সৌরভ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।
যাপিত জীবনের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা, পাওয়া কিংবা না-পাওয়ার আখ্যান নিয়ে ১০টি গল্পের মলাটবন্দী এই গ্রন্থটি। দরিদ্র ও শোষিত নিজামউদ্দিনের দুর্বিষহ জীবনের টানাপোড়েনের চিত্র ফুটে উঠেছে ‘শাস্তি’ গল্পে। কখনো নিজের পরিবারের কথা ভেবে আবার কখনো বা ভাগ্যের নির্মমতায় বিচ্ছেদ ঘটে প্রিয় মানুষটার প্রবঞ্চনায়। কেউ কেউ বেছে নেয় নিঃসঙ্গ জীবন। ‘প্রবঞ্চক’, ‘বিচ্ছেদ’ কিংবা ‘প্ল্যাটফর্মটাও নিঃসঙ্গ’ গল্পে পাওয়া যাবে নিঃসঙ্গতা ও বিচ্ছেদের গল্প।
বিজ্ঞাপন
একাত্তরে একজন মেজরের দেশের হয়ে যুদ্ধ করতে না পারার অসহনীয় যন্ত্রণা তাকে কুরে কুরে খায় তারই জীবন সায়াহ্নে। ‘প্রায়শ্চিত্ত’ গল্পে পাঠকের কাছে হাজির হয়েছেন মেজর শরাফাত এবং ফুটে উঠেছে একাত্তরে তার নীরব ভ‚মিকা। রহস্যময়তা নারী সত্ত্বার সাথে ওৎপ্রোতভাবে জড়িত। ‘রহস্যাবৃতা’ গল্পে সেরকম একটি নারী-চরিত্র খুঁজে পাওয়া যায়। দীর্ঘদিন পড়ে থাকা জরাজীর্ণ একটি বাইসাইকেল জামানের অতীত-স্মৃতি মনে করিয়ে দেয়। অন্যরকম নস্টালজিয়ায় হারিয়ে যাওয়া গল্প ‘বাইসাইকেল’।
মহামারি করোনা নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সবার জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। মধ্যবিত্ত কর্পোরেট কর্মকর্তা আলিম সাহেবের জীবনেও আসে ভয়াবহ সংকট। সেইসব কষ্টের দিনলিপির একটি খন্ডাংশ ফুটে উঠেছে ‘খড়কুটো জীবন’ নামগল্পে।
নতুন বই সম্পর্কে সোহেল বীর বলেন, ‘জীবন ও জীবিকার কাছে মানুষ মাঝে মাঝে খুব বেশি অসহায় হয়ে পড়ে। কখনো কখনো খড়কুটোর মতো কোনোরকমে জীবন ভেসে যায় কিংবা ভাসিয়ে নিতে হয়।। দরিদ্র ও শোষিত মানুষের জীবনের ভয়াবহ টানাপোড়েন, প্রেম-বিরহ-বিচ্ছেদ, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সমকালীন গল্পসহ মোট ১০টি জীবনঘনিষ্ঠ ছোটগল্প নিয়ে এবারের নতুন বই। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।’
অমর একুশে বইমেলায় পাললিক সৌরভ প্রকাশনীর ৭৩২নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়াও চট্টগ্রাম বইমেলায় প্রিন্টপুকুর প্রকাশনীর ১২৮ নম্বর স্টলে, পাবনা বইমেলায় নীলাকাশ প্রকাশনীর ১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
এজেড