চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫। সোহরাওয়ার্দী উদ্যান ম-ম করছে নতুন বইয়ের ঘ্রাণে। পছন্দের বই কিনতে ও লেখকের সান্নিধ্য পেতে মেলায় হাজির হচ্ছেন বইপ্রেমীরা। লেখকরাও পাঠকদের সাথে সংযুক্ত হতে নিয়মিত থাকছেন মেলায়।
এবারের মেলায় এসেছে সুমন মাহমুদের বই ‘ইস্কাটনের লাল বাড়িটা’। বইটি প্রকাশ করেছে দশমিক প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন আরাফাত করিম। মেলায় ২৬৫ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে ‘ইস্কাটনের লাল বাড়িটা’।
বিজ্ঞাপন
সুমন মাহমুদ বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনেই একটা বাড়ি থাকে। বাড়িটা ঘিরে গড়ে ওঠে হাজার আলাপন। সেসব আমরা হৃদয়ে পুষে রাখি নীরবে। কেউ বলি তার গল্প, কেউ বলি না। আমার এই লাল বাড়ি তেমনই একটা সংগোপন ঠিকানা।’
সুমন মাহমুদ একাধারে ছড়াকার ও গল্পকার। দুই মাধ্যমেই অনন্য তিনি। দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চায় যুক্ত আছেন। তার প্রকাশিত বই ‘টাপুর টুপুর’ ও ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’।