শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

বইমেলার চতুর্থ দিনে প্রকাশিত হলো ৪৭টি নতুন বই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

বইমেলার চতুর্থ দিনে প্রকাশিত হলো ৪৭টি নতুন বই

অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনে ৪৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে সর্বাধিক প্রকাশিত বই ছিল কবিতা ও গল্প, যেখানে প্রতিটি শাখায় ১০টি করে বই বের হয়েছে। এই তথ্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি থেকে জানানো হয়। বইমেলা, যা বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে, সেখানে এই নতুন বইগুলোর মধ্যে ছিল কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, ছড়া, শিশুসাহিত্য, জীবনী এবং নাটক।

নতুন প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ১০টি কবিতার বই, ১০টি গল্পের বই, ৫টি উপন্যাস, ২টি প্রবন্ধ, ৫টি গবেষণা, ৩টি ছড়া, ১টি শিশুসাহিত্য, ৩টি জীবনী, ২টি নাটক, ৩টি ইতিহাস বই, ১টি সায়েন্স ফিকশন এবং ২টি অন্যান্য বই।


বিজ্ঞাপন


বইমেলার চতুর্থ দিনে বিকেল ৪টায় 'কুমুদিনী হাজং: জুইলৗ তারা, তারালা জুই' শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবন্ধ উপস্থাপন করেন পাভেল পার্থ। অনুষ্ঠানে মতিলাল হাজং ও পরাগ রিছিল আলোচনা করেন, এবং আবু সাঈদ খান সভাপতিত্ব করেন। আলোচনা চলাকালে কুমুদিনী হাজং-এর সংগ্রামী জীবন, তার ভূমিকা ও টংক আন্দোলনের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কুমুদিনী হাজং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, এবং কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন।

এছাড়া, 'লেখক বলছি' মঞ্চে কবি আতাহার খান এবং কথাসাহিত্যিক পাপড়ি রহমান তাদের নতুন বই নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি আবদুল হাই শিকদার, কবি সোহেল হাসান গালিব কবিতা আবৃত্তি করেন। আবৃত্তিশিল্পী ইশরাত শিউলি এবং কাজী বুশরা আহমেদ তিথি আবৃত্তি পরিবেশন করেন।

এছাড়া, 'উপান্তিক থিয়েটার' সংগঠনের পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী স্বর্ণময়ী মণ্ডল, অনুপম হালদার, নুরিতা নুসরাত খন্দকার, দিদারুল করিম, ও অমৃত চন্দ্র বণিক। যন্ত্রসংগীতে ছিলেন রাজু চৌধুরী (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কী-বোর্ড), দীপঙ্কর রায় (অক্টোপ্যাড) এবং মো. অনিক মাহমুদ (গিটার)।

এদিনের বইমেলা ছিল পাঠক, লেখক ও সাহিত্যপ্রেমীদের জন্য আরও এক নতুন অভিজ্ঞতা ও আনন্দের মুহূর্ত।


বিজ্ঞাপন


এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর