অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে কামরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'নাইজেল'। বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে তাদের স্টলে (৪২৪ ও ৪২৫) বইটি পাওয়া যাবে। সেই সঙ্গে অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেও সংগ্রহ করা যাবে 'নাইজেল'।
স্কুলজীবনে থাকতে লেখালেখির চর্চা শুরু করেন কামরুল ইসলাম। কবিতার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে কলেজ জীবনে। প্রায় এক যুগ ধরে লিখে চলেছেন। তবে এই প্রথম মলাটে বন্দি হলো তার কবিতা। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
বিজ্ঞাপন
কামরুল বলেন, 'বই প্রকাশ অত্যন্ত জটিল ও ঝামেলার কাজ মনে হয় আমার কাছে। এ কারণে বই প্রকাশ নিয়ে বরাবরই অনীহা ছিল। গত কয়েক বছরে কাছের মানুষেরা অনেক উৎসাহ দিয়েছেন। তাই এবার সাহস করলাম। অক্ষরবৃত্ত এগিয়ে এলো। সম্পূর্ণ তাদের উদ্যোগে বইটি করল। এটা যে কোনো নবীন কবির জন্য অসামান্য ব্যাপার।'
'নাইজেল' সম্পর্কে কিছুটা আভাস দিয়ে কামরুল ইসলাম বলেন, 'নামটি রেখেছি মূলত একটি পাখির নামে। নাইজেল নামে একটি পাখি ছিল, বেশ কয়েক বছর আগে মারা গেছে। পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ পাখি নাইজেল। আর আমার বইয়ের কবিতাগুলোতেও মূলত নিঃসঙ্গতা আর বিষণ্ণতার ছাপ পাওয়া যাবে। এছাড়া কিছু রাজনৈতিক কবিতা আছে।'