অমর একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে কবি আব্রাহাম তামিমের প্রথম কবিতার বই ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। বইটি প্রকাশ করছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ করেছেন জাহেদ রবিন। টাইপোগ্রাফি টোকন ঠাকুন।
আব্রাহাম তামিম একাধারে কবি, চিত্রনাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। লিটলম্যাগ ও প্রতিষ্ঠানবিরোধী আন্দোলনের এক সক্রিয় লেখক। দীর্ঘকাল ধরে কবিতার সাথেই সংসার আব্রাহাম তামিমের কবিতার আঙুল ধরেই ঢাকা শহরে আসা, অন্য সব পরিচয় সতিন হয়ে উঠলেও কবিতার মধ্যে দিয়েই আব্রাহাম তামিম ও তার যাপনকে চিন্হিত করা যায়।
বিজ্ঞাপন
কবি বলেন, ‘২০২৫ এ আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো জড়ো করে বই আকারে আনব এ চিন্তা আরও ৭ বছর আগে করে ফেলেছিলাম। একজন কবির জীবনে সবচেয়ে কঠিন কাজ বোধ হয় পাণ্ডুলিপি গোছানো এবং গোছাতে গিয়ে নিজেকে এবং নিজের লেখাকে নতুন করে চিন্তা পারার মধ্যে যে ভীষণ মাদকতা।’
আরও বলেন, ‘‘কি যেন ভুলতে চেয়েছিলাম’ বইটিতে যে কবিতাগুলো আসবে তার বেশির ভাগই ২০২৪ এ লেখা, এখানে ২০১৩/১৪ -এর কবিতাও পাবেন। আমার খুব আনন্দ লাগছে, জীবদ্দশায় নিজের বই নিয়ে মেলাতে থাকতে পারব ব্যাপারটা খুবই নাচিয়ে তুলছে আমায়।’’
নাট্যকার হিসেবেও আব্রাহাম তামিম সুপরিচিত। তার লেখা বেশকিছু নাটক এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।