সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে লেখক সম্মেলন ও সীরাত স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ। তিনি বলেন, “আজকের অনুষ্ঠানে আমরা দাবি জানাচ্ছি— বাংলা একাডেমিতে একটি সীরাত কর্নার স্থাপন করা হোক।”
বিজ্ঞাপন
কেন্দ্রীয় সেক্রেটারি মাহবুব মুকুল এবং কবি আফসার নিজামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান, তমুদ্দুন মজলিসের সভাপতি ড. মুহাম্মদ সিদ্দিক, কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি জাকির আবু জাফর, প্রফেসর জসিম উদ্দিন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে কবি নাসির হেলাল, কবি আমিনুল ইসলাম, গবেষক এমদাদুল হক চৌধুরী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারি সেক্রেটারি আল্লামা ইকবাল, আব্দুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।
এছাড়াও নাতে রাসুল পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ আল নোমান এবং কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী এম তারিক হাসিব, মাহবুব টিটু, সাব্বির আহমেদ, সাদিয়া ইসলাম ঐতিহ্য এবং জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত সকল লেখক, কবি ও সাহিত্যিকদের হাতে সীরাত স্মারক, নোটবুক, কলম ও ব্যাগ উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
এইউ