এ সময়ের কবি হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন স্বপ্নীল চক্রবর্ত্তী। সামাজিক মাধ্যমে তার কবিতার চরণ হরহামেশাই ঘুরে বেড়ায়। এমনকি স্বপ্নীলের কবিতা জায়গা করে নিয়েছে নাটকেও। মেধাবী এ কবির নতুন কাব্যগ্রন্থ আসছে ডিসেম্বরেই। বইটির নাম 'আমার পাশে থাকো কিছুক্ষণ'। এটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত। প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী।
নতুন কাব্যগ্রন্থ নিয়ে স্বপ্নীল চক্রবর্ত্তী বলেন, 'কবিতা এক অদ্ভুত আয়না, নিজের যন্ত্রণার সাথে অন্য যন্ত্রণা এখানে মিলিয়ে দেখা হয়। উল্লেখযোগ্য দিক বলতে যদিও কিছু হয় না, তবে এই বইয়ে নিজের স্মৃতিগুলোকে শিমুলতুলোর মতো ছড়িয়ে দেয়ার একটা চেষ্টা করেছি। আমি জানি, এই বই আমাকে অজানা কোনো প্রাপ্তি বা সমাপ্তির সাথে পরিচয় করাবে।'
বিজ্ঞাপন
অক্ষরবৃত্তের কর্ণধার আনিস সুজন জানান, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫-এও পাওয়া যাবে কাব্যগ্রন্থটি।
এর আগে স্বপ্নীল চক্রবর্ত্তীর তিনটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হলো 'অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন', 'দীর্ঘতম স্নানের কাছে' ও 'যে দুপুর বাহানা বানায়'।