তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
আমরা অনেকেই ঘর থেকে বের হওয়ার আগে ফোন পুরো চার্জ আছে কি না তা দেখে নিই, কিন্তু দিনের শেষে দেখা যায় ব্যাটারি প্রত্যাশার চেয়ে দ্রুত কমে গেছে। এর অন্যতম কারণ একটি সাধারণ সেটিংস যা আমরা অনেকেই বন্ধ করতে ভুলে যাই। বাড়ি থেকে বেরোনোর সময় যদি ওয়াইফাই বন্ধ করা হয়, তাহলে ব্যাটারিও বাঁচে এবং ব্যক্তিগত তথ্যও আরও সুরক্ষিত থাকে।
কেন ওয়াইফাই ব্যাটারি শেষ করে
বাড়িতে ওয়াইফাই চালু থাকা স্বাভাবিক, কিন্তু বাইরে বের হলে ফোন আশপাশের সব নতুন নেটওয়ার্ক খুঁজতে থাকে। রাস্তাঘাট, কর্মক্ষেত্র, গণপরিবহন সব জায়গায় এই খোঁজ চলতে থাকে। ক্রমাগত এই অনুসন্ধানে ব্যাটারি দ্রুত কমে যায়। বাইরে যাওয়ার আগে মাত্র একবার ওয়াইফাই বন্ধ করলেই ফোন সারাদিন চার্জ ধরে রাখতে পারে।

পাবলিক ওয়াইফাইয়ের লুকানো ঝুঁকি
ক্যাফে, মেট্রো স্টেশন, বিমানবন্দর বা শপিংমলে বিনামূল্যের ওয়াইফাই লোভনীয় হলেও এর বিপদও কম নয়। অনেক সাইবার অপরাধী নকল হটস্পট তৈরি করে। ফোন স্বয়ংক্রিয়ভাবে সেগুলোতে যুক্ত হলে ব্যক্তিগত ছবি, বার্তা, পাসওয়ার্ড বা ব্যাংকসংক্রান্ত তথ্য চুরি হয়ে যেতে পারে। বাইরে থাকাকালীন ওয়াইফাই বন্ধ রাখলে এই ঝুঁকি থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায়।
গোপনীয়তা কীভাবে ঝুঁকিতে পড়ে
ফোন যে যে নেটওয়ার্কে যুক্ত হয় তার সব তথ্য ফোনে জমা থাকে। গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো কোম্পানি এই তথ্য দিয়ে অবস্থান নির্ণয় করতে পারে। কোনো হ্যাকার যদি এই তালিকা পেয়ে যায়, তাহলে খুব সহজেই কার বাসা কোথায়, কোন পথে যাতায়াত করেন সবই জেনে নিতে পারবে। বাইরে ওয়াইফাই বন্ধ রাখলে নতুন অবস্থানের রেকর্ড তৈরি হওয়া বন্ধ হয় এবং গোপনীয়তাও সুরক্ষিত থাকে।

আইফোন ব্যবহারকারীদের জন্য নির্দেশনা
আইফোনের শর্টকাট অ্যাপ খুলে বাড়ি থেকে বের হলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই বন্ধ হবে এমন ব্যবস্থা করা যায়। আবার বাড়িতে ফিরলে ওয়াইফাই নিজে থেকেই চালু হয়ে যাবে। এতে প্রতিবার মনে রাখার প্রয়োজন হয় না।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য সহজ সমাধান
অনেক অ্যানড্রয়েড ফোনে স্মার্ট ওয়াইফাই বা স্বয়ংক্রিয় বন্ধ অপশন থাকে। এটি চালু করলে ওয়াইফাই শুধু বাড়ি বা অফিসের মতো পরিচিত জায়গায় চালু থাকবে এবং বাইরে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি সহ অনেক ব্র্যান্ডেই এই সুবিধা আছে।
বাড়তি সতর্কতা
বাইরে যাওয়ার সময় ব্লুটুথ বন্ধ রাখাই ভালো। ব্লুটুথও ব্যাটারি খরচ করে এবং অযাচিত ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে গোপনীয়তা ঝুঁকির মুখে ফেলতে পারে।
আরও পড়ুন: শীতকালে ফোনে ধুলাবালি ঢুকছে? পারফরম্যান্স খারাপ হওয়া রোধ করুন এইভাবে
ফোন দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে চাইলে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে চাইলে মাত্র একটি সেটিংস বন্ধ করলেই মিলবে বড় সুবিধা।
এজেড