images

স্পোর্টস / ক্রিকেট

এবার বিপিএলে দেখা যেতে পারে ৩ বিদেশির নিয়ম

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। যাচাই-বাছাই শেষে ৫টি দল চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আগের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এবারও থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুন হিসেবে যুক্ত হয়েছে আরও তিনটি দল— চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহীর দায়িত্বে থাকবে নাবিল গ্রুপ, আর সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি।

বিপিএলের সম্ভাব্য সময়ও নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টটি শুরু হতে পারে ১৯ ডিসেম্বর এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

তবে একই সময়ে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টি (সংযুক্ত আরব আমিরাত) ও এসএ টি-টোয়েন্টি (দক্ষিণ আফ্রিকা) লিগ। ফলে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ কারণে প্রতিটি দলে চার বিদেশির বদলে তিন বিদেশি খেলানোর নিয়ম চালু হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম। 

তিনি বলেন, “আমরা চাই দেশি ক্রিকেটারদের সুযোগ যেন বেশি থাকে। পাঁচ দলের জায়গায় সাত বা আট দল না থাকায় অনেক যোগ্য খেলোয়াড় বাদ পড়তে পারে— এটা দুঃখজনক।”

অন্যদিকে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবারও নির্দিষ্ট ম্যাচের জন্য বিদেশি ক্রিকেটার আনার সুযোগ থাকবে। “সব ফ্র্যাঞ্চাইজি চাইবে টুর্নামেন্ট জমজমাট হোক। তাই দুই-তিন ম্যাচের জন্য বড় কোনো বিদেশি তারকা এলে সেটাও আমাদের জন্য বড় পাওয়া,” বলেন তিনি।

সার্বিকভাবে, ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নতুন মৌসুম। তবে এবার দলের সংখ্যা কমে যাওয়ায় দেশি ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হতে যাচ্ছে।