images

স্পোর্টস / ফুটবল

‘আমি ভিনিসিউসের বাবা বা ভাই নই’

স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

ভিনিসিউস জুনিয়রকে নিয়ে কদিন ধরে আলোচনা-সমালোচনা কম হয়নি। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসো যখন তাঁকে বদলি করার সিদ্ধান্ত নেন তখন ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাগ দেখিয়ে সোজা চলে যান ড্রেসিং রুমে। পরে অবশ্য এ নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। এদিকে ব্রাজিল সম্প্রতি সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন ভিনিসিউসও। 

দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আলোনসোর সঙ্গে ভিনিসিউস যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নিয়ে কোনো সমস্যা দেখেন না তিনি। গত ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিউস। ঘটনাটি নিয়ে পরে সতীর্থদের কাছে দুঃখও প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সোমবার নভেম্বরে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করার সময় আনচেলত্তি বলেন, “ভিনিসিউসের সঙ্গে আমার সম্পর্ক যেমন ভালো, তেমনই দলের অন্য খেলোয়াড়দের সঙ্গেও ভালো সম্পর্ক আছে। ওর সঙ্গে আমি কথা বলেছি। বলেছি, ও ভুল করেছে। ভিনিসিউসও সেটা বুঝেছে এবং ক্ষমা চেয়েছে। আমার মনে হয়, বিষয়টা এখানেই শেষ।”

ভিনির ব্যক্তিগত জীবন নিয়ে তিনি ভাবতে চান না জানিয়ে আনচেলত্তি আরও বলেন, “ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, অনেক কিছু দিতে পারবে। ওর কোনো সমস্যা নেই। না এখানে, না ক্লাবে, না কোচ (জাবি আলোনসো)-এর সঙ্গে। ব্যক্তিগত জীবনে কি করছে সেটা ওর ব্যাপার, আমি না ওর বাবা, না ভাই, আমি শুধু কোচ।”

নভেম্বরের দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে রয়েছেন ভিনিসিউস। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে শহরের ডেকাথলন স্টেডিয়ামে খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। দেশের লিগ থেকে সাতজন খেলোয়াড়কে দলে নিয়েছেন আনচেলত্তি। এর মধ্যে রয়েছেন ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলো ও পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিতর রকে- যারা মুখোমুখি হবে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে ২৯ নভেম্বর।

আনচেলত্তি বলেন, “এই দুই ম্যাচে আমি এমন কিছু খেলোয়াড়কে ডাক দিয়েছি যারা ব্রাজিল দলকে সহায়তা করতে পারবে। ফ্ল্যামেঙ্গোর কয়েকজন খেলোয়াড় আছে, আর ভিতর রকে যেভাবে খেলছে, সেটাও দারুণ।” ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ফিরেছেন সান্তোসের হয়ে ক্লাব ফুটবলে, তবে জাতীয় দলে ডাক পাননি। ৪৮ দিন পর মাঠে নামলেও পুরোপুরি ফিট নন তিনি।

আনচেলত্তি বলেন, “নেইমারের সঙ্গে এখনো কথা হয়নি। ও পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই আমরা দেখব কখন ওকে দলে নেওয়া যায়।” গত মাসে জাপানের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর বছর শেষের দুটি ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় সেলেসাওরা।