স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
বাংলাদেশের ক্রিকেটাররা ফর্মে না থাকলে ভক্তদের ট্রলের মুখে পড়েন নিয়মিত। সাম্প্রতিক সময়ে এমনই সমালোচনার শিকার হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। ব্যাটে রান না পাওয়ার পাশাপাশি মাঠে তাঁর চুইংগাম চিবানোর অভ্যাস নিয়েও চলছে নানা ট্রল ও মন্তব্য।
তবে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তাঁর মতে, এসব সমালোচনাই আসলে ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ।
আসিফ আকবর বলেন, “একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত। একটা রানআউট নিয়ে পুরো দেশ ব্যস্ত। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে।”
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ব্যাটারদের সামগ্রিক ব্যর্থতার ধারাবাহিকতায় জাকের আলীর ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ ম্যাচে তিনি ৫ রানে এলবিডব্লু হয়ে ফেরেন জেসন হোল্ডারের বলে। তার আগের ম্যাচে ১৮ বলে করেন ১৭ রান।
সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না এই ক্রিকেটারের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের মুখেও পড়ছেন নিয়মিত। তবে আসিফ আকবর মনে করেন, এসব সমালোচনা খেলোয়াড়দের আরও ভালো করার প্রেরণা দেবে।