স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
মুম্বাইয়ে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা এক থ্রিলার। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি- তিনি ঘোষণা দেন, এটিই তার শেষ ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ।
সেমিফাইনালের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া অপরাজিত ছিল এবং ফাইনালে ওঠার দারুণ অবস্থানে ছিল। কিন্তু জেমিমা রদ্রিগেজের অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভারত ম্যাচ ঘুরিয়ে দেয় দারুণভাবে। ম্যাচে হিলির ভুলও বড় দাগ কেটেছে। রদ্রিগেজ যখন ৮২ রানে ছিলেন, তখন তার সহজ এক ক্যাচ ছেড়ে দেন হিলি- যা পরবর্তীতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচ শেষে হিলি জানান, এটি তার শেষ ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ। ভবিষ্যতে তিনি আর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কি না, এমন প্রশ্নে স্পষ্ট উত্তর দেন, “না, আমি আর থাকব না।” তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য এটাই আসলে দারুণ সময়। আগামী বছর মাঝামাঝি টি–টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, যা আমাদের দলের জন্য বেশ উত্তেজনাপূর্ণ। তবে আমি মনে করি, আমাদের ওয়ানডে দলেও কিছু পরিবর্তন আসবে।”
“আজকের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব, আরও উন্নতি করব। তরুণ ক্রিকেটারদের সামনে এখন নিজেদের প্রমাণ করার সুযোগ আসছে, এটাই অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক,” যোগ করেন হিলি। নিজের অবসরের প্রসঙ্গে তিনি বলেন, “আমার বয়সী খেলোয়াড়দের যখন বিদায় নিতে দেখি, তখন এটা বেশ অদ্ভুত এক অনুভূতি। এবার হয়তো আমি নিজেই সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে নতুন প্রজন্ম এগিয়ে যাবে।”
৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই দুই ওপেনারকে হারায়। শেফালি ভার্মা মাত্র ৫ বলে ১০ রান করে ফিরেন, স্মৃতি মান্ধানা আউট হন ২৪ রানে। এরপর জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর মিলে তৃতীয় উইকেটে ১৬৭ রানের দারুণ জুটি গড়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন।
জেমিমা ১৩৪ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন, ইনিংসে ছিল ১৪টি চার। অন্যদিকে, হারমানপ্রীত খেলেন ৮৮ বলে ৮৯ রানের ইনিংস, যেখানে ১০টি চার ও দুটি ছক্কা ছিল। শেষ দিকে আমনজোত সিং মেরে দেন জয়সূচক চার, ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলে নেয় ৩৪১ রান।
এর আগে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৯.৫ ওভারে তোলে ৩৩৮ রান। ফিবি লিচফিল্ড করেন দারুণ ১১৯ রান, এলিস পেরি যোগ করেন ৭৭, আর অ্যাশলে গার্ডনার খেলেন ৬৩ রানের ইনিংস। ভারতের পক্ষে নাল্লাপুরেড্ডি চারানি ও দীপ্তি শর্মা নেন দুইটি করে উইকেট।