images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের কাছে হেরে আত্মসমালোচনা অস্ট্রেলীয় অধিনায়কের

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম

ভারতের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ গড়েছিল অস্ট্রেলিয়া। তবুও শেষ রক্ষা হয়নি। সফলভাবে রান তাড়া করে ভারতীয়রা। আর তাতে হেরে বিদায় নিতে হয় অজিদের। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি সোজাসাপ্টা স্বীকার করলেন, “আমরাই নিজেদের বিপদ ডেকে এনেছি।”

মুম্বাইয়ে বুধবারের ম্যাচে ভারত নারী দল ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়ে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে হিলি বলেন, “শেষ পর্যন্ত ম্যাচটা দারুণ ছিল। কিন্তু যদি ভাবি কেন হেরেছি, সত্যি বলতে আমরাই নিজেদের জন্য এটা করেছি। ব্যাট হাতে ইনিংসটা ঠিকমতো শেষ করতে পারিনি, বল হাতেও ছন্দ পাইনি, আর ফিল্ডিংয়ে যত সুযোগ পেয়েছি, সবই হাতছাড়া করেছি। তারপরও ম্যাচটা টেনে এনেছি শেষ দিক পর্যন্ত, এটাও একধরনের ইতিবাচক দিক। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ আমাদের ছাপিয়ে গেছে।”

৩৪তম ওভারে ২২০ রানে ২ উইকেট থাকা অবস্থায় মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রান ৩৫০ ছাড়াবে। কিন্তু হঠাৎ ধস নেমে ৪৯.৫ ওভারে গুটিয়ে যায় দল, ৩৩৮ রানে। ফিল্ডিংয়েও ছিল ব্যর্থতা, তিনটি সহজ ক্যাচ মিস, যার মধ্যে দুইটিই জেমিমা রদ্রিগেজের, যিনি ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

“আমরা আসলে যথেষ্ট সুযোগ তৈরি করেছিলাম,” বলেন হিলি। “চাপও দিয়েছিলাম, সুযোগও এনেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমি নিজেও দায়ী এর জন্য। অস্ট্রেলিয়া দল সবসময় গর্ব করে যে আমরা ফিল্ডে সুযোগ নষ্ট করি না। আজ সেটাতেই ব্যর্থ হয়েছি।” তিনি যোগ করেন, “এই হারটা গত বছর টুয়েন্টি২০ বিশ্বকাপ সেমিফাইনালের মতোই মনে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছিলাম, ঠিক তেমনই। আমরা আমাদের মতো করে খেলতে পারিনি। তবে এখান থেকে শিখব, আরও ভালো হব, ওয়ানডে ক্রিকেটেও উন্নতি হবে।”

তবুও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে গর্বিত হিলি। “আমরা আসলে দুর্দান্ত ক্রিকেট খেলেছি,” বলেন তিনি। “সেমিফাইনাল তো নকআউট ম্যাচ- একদিন যদি সবকিছু ঠিকভাবে না চলে, তাহলে যেকোনো দলই হারিয়ে দিতে পারে। “এই বিশ্বকাপে আমাদের অনেক কিছুই গর্ব করার মতো। দলের প্রতিটি সদস্যই কিছু না কিছু অবদান রেখেছে। প্রায় প্রতিটি ম্যাচেই কেউ না কেউ দায়িত্ব নিয়েছে দলের হয়ে কাজ শেষ করার। তাই হারটা আরও কষ্ট দিচ্ছে, কারণ আমরা ভালো খেলছিলাম- তবুও থেমে গেলাম এক ধাপ আগে।”