স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
সিডনির মাঠে এক ভয়ংকর মুহূর্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অসাধারণ এক ডাইভিং ক্যাচ ধরার পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন শ্রেয়াস আইয়ার। দর্শকদের উল্লাস মুহূর্তেই বদলে যায় নিস্তব্ধতায়। সবাই ভেবেছিল সামান্য চোট, কিন্তু পরে জানা যায়- এটি ছিল জীবনের জন্য বিপজ্জনক এক ইনজুরি।
চিকিৎসকদের রিপোর্টে জানা যায়, আইয়ারের গ্রেড-টু স্প্লিন ল্যাজারেশন হয়েছে। অর্থাৎ প্লীহায় গভীর ক্ষত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ। দ্রুত তাকে নেওয়া হয় সিডনির সেন্ট ভিনসেন্টস হাসপাতালে, যেখানে জরুরি চিকিৎসার মাধ্যমে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয় তাকে। চিকিৎসকরা জানান, রক্তচাপ দ্রুত কমে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত অপারেশন ছাড়াই রক্তপাত থামানো সম্ভব হয়।
ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে শ্রেয়াস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “আমি এখন সেরে ওঠার পথে, প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি। সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।”
এই বার্তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোটি ভারতীয় ক্রিকেটভক্ত। দলের ভেতরে-বাইরে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তা অনেকটাই কমে এসেছে।
খেলার বিশ্লেষক গ্রিনস্টোন লোবো বলেন, “আইয়ার সত্যিই ভাগ্যবান। এমন ইনজুরিতে কয়েক মিনিটের দেরিতেও প্রাণহানির ঝুঁকি থাকে। তবে এই অভিজ্ঞতা তাকে আরও শক্ত করে তুলবে।”
আইসিইউ থেকে ফিরলেও আপাতত সম্পূর্ণ বিশ্রামে আছেন শ্রেয়াস আইয়ার। চিকিৎসকরা জানাচ্ছেন, এই বছরের শেষ পর্যন্ত হয়তো মাঠে ফেরা সম্ভব হবে না। তবে বোর্ড ও সতীর্থদের বিশ্বাস, আগের মতোই দৃঢ়ভাবে ফিরবেন তিনি, যেমনটা করেছিলেন পিঠের অস্ত্রোপচারের পর।