স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
ইতালিয়ান গণমাধ্যমের খবরে জানা গেছে, জুভেন্টাস তাদের নতুন প্রধান কোচ হিসেবে লুচিয়ানো স্পালেত্তিকে বেছে নিয়েছে। বুধবার রাতেই কিংবা সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যেই ক্লাবটি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার এক বিবৃতিতে জুভেন্টাস জানায়, টানা আট ম্যাচে জয়হীন থাকার পর কোচ ইগর তুদরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
স্পালেত্তি, যিনি সম্প্রতি ইতালি জাতীয় দলের কোচ ছিলেন, মঙ্গলবার মিলানে এক অনুষ্ঠানে জানিয়েছেন যে এখন পর্যন্ত জুভেন্টাসের পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। তবে তিনি নতুন করে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী।
তিনি বলেন, “ইতালির সঙ্গে আমার সময়টা খুব একটা ভালো ছিল না। তাই আবার মাঠে ফেরার সুযোগ পেলে সেটা দারুণ হবে। জুভেন্টাসের মতো দলে কাজ করার সুযোগ যে কোনো কোচের জন্যই আনন্দের।”
ইতালিয়ান সংবাদপত্রগুলোর দাবি, বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শুরু হওয়া জুভেন্টাস–উদিনেজ ম্যাচের পরেই আনুষ্ঠানিকভাবে স্পালেত্তিকে কোচ হিসেবে ঘোষণা করতে পারে ক্লাবটি।