images

স্পোর্টস / ক্রিকেট

আফ্রিদির সঙ্গে বাজে রেকর্ডে নাম এখন বাবরের

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। কিন্তু ফেরাটা একেবারেই ভুলে যাওয়ার মতো। রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দুই বল খেলেই শূন্য রানে আউট হয়েছেন তিনি।

এই আউটে বাবর গড়েছেন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টমবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সমান সংখ্যক ডাক আছে সাবেক তারকা শহীদ আফ্রিদির। আফ্রিদি ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টি খেলে আটবার শূন্য রানে আউট হয়েছিলেন।

পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি (১০) শূন্য রানে আউট হয়েছেন উমর আকমল। তার পরেই আছেন সাইম আইয়ুব, যিনি ৯ বার শূন্য রানে আউট হয়েছেন—এর মধ্যে গত এশিয়া কাপে চারবারই শূন্য রানে ফেরেন তিনি।

বাবরের ফিল্ডিং পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ১৭তম ওভারে সহজ একটি ক্যাচ হাতছাড়া করে চার বানিয়ে দেন তিনি। ফলে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কেউ লিখেছেন, “ব্যাটিং পারেন না, ফিল্ডিংও পারেন না—পাকিস্তানের বোঝা বাবর আজম।” আবার কেউ মন্তব্য করেছেন, “বি বা সি দলের বিপক্ষেও রান করতে পারেন না বাবর।”

অভিজ্ঞতার দিক থেকে দক্ষিণ আফ্রিকার দলটি খুব শক্তিশালী ছিল না। তাদের একাদশে মাত্র দুজন খেলোয়াড়ের ৫০টির বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিল—কুইন্টন ডি কক (৯৪ ম্যাচ) ও লুঙ্গি এনগিদি (৫১ ম্যাচ। তবে তরুণদের নিয়েই অধিনায়ক ডোনোভন ফেরেইরার নেতৃত্বে ৫৫ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা।

সিরিজে টিকে থাকতে এখন শেষ দুই ম্যাচই জিততে হবে পাকিস্তানকে। পরশু লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং শনিবার একই মাঠে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের রেকর্ড-

উমর আকমল ১০
সাইম আইয়ুব ৯
শহীদ আফ্রিদি ৮
বাবর আজম ৮
কামরান আকমল ৭
মোহাম্মদ হাফিজ ৭