images

স্পোর্টস / ক্রিকেট

‘মাশরাফি-তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে’

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম

মেহেদী মিরাহের অধীনে গতকাল প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। গত জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। এরপর কঠিন সময়ই কাটিয়েছেন তিনি। ১৩ ম্যাচে পেয়েছেন মাত্র ৩ জয়। এর আগে ভারপ্রাপ্ত ও মূল অধিনায়ক হিসেবে টানা চারটি ওয়ানডে সিরিজ হেরেছেন। 

মিরাজের নেতৃত্বে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ১৭ মাস পর এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। মিরাজের অধীনে এর আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। হেরেছে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচও। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে দলের অনেক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন আছে অনেক। 

গতকাল সংবাদ সম্মেলনেও এসেছিল এসব প্রশ্ন। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘প্রথম দিকে আমি যখন অধিনায়কত্ব করেছি, তখন অনেক কঠিন ছিল। যত আমি নেতৃত্ব দেব, তত আস্তে আস্তে অনেক কিছুর উন্নতি হবে। আমাদের বাংলাদেশের যাঁরা কিংবদন্তি খেলোয়াড় ছিলেন, যাঁরা অনেক দিন অধিনায়কত্ব করেছেন, তাঁরা আমাকে অনেক সাহায্য করছেন। সত্যি কথা বলতে তাঁরা পেছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছেন, বিশেষ করে যাঁরা বাংলাদেশের সফলতম অধিনায়ক।’

বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা তাঁকে সাহায্য করেছেন জনিয়ে মিরাজ বলেন, ‘মাশরাফি ভাই আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমাকে অনেক কিছু বলেছেন। তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন যে এভাবে এভাবে করলে ভালো হবে, কারণ আপনি যদি দেখেন তাঁরা কিন্তু দুজনই বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক। সত্যি কথা বলতে তাঁরা আমাকে অনেক সাপোর্ট করছেন। এই যে দুটি সিরিজে অনেক কিছু হয়েছে, তাঁরা হয়তো কাছ থেকে দেখেছেন। অনেক কথা হয়েছে তাঁদের সঙ্গে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে।’

লম্বা সময় দলের নেতৃত্বে থাকতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আমি এত দূর পর্যন্ত এখন চিন্তা করছি না। যেহেতু আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এক বছরের ভেতর যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য (চেষ্টা করব)। কারণ, আমাকে যখন অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, তখন আমাদের দলের পজিশন ছিল কত—১০ নম্বর। এখন কোথায়—১০-ই আছে। হ্যাঁ, মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি।’