নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২২, ০২:২১ পিএম
খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দিয়েছেন দলটির আলোচিত নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত বছর ডিসেম্বর দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে দলের কোনো কর্মসূচিতে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর সঙ্গীতা সিনেমা হলের মোড় থেকে বড় একটি মিছিল নিয়ে নজরুল ইসলাম মঞ্জু বিভাগীয় সমাবেশে যোগ দেন। তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনার সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।
২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা হলে বাদ পড়েন মঞ্জু ও তার অনুসারীরা। দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন: ‘অভিমান ভুলে’ খুলনার সমাবেশে থাকবেন কি মঞ্জু?
নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, পাঁচ থানার সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিটির পাঁচ শতাধিক নেতা পদত্যাগ করেন। গত ১১ মাস ধরে দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন তারা।
নজরুল ইসলাম মঞ্জুরকে খুলনায় বিভাগীয় জনসমাবেশে থাকার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করেছিলেন। সেই নির্দেশনা নিয়ে কয়েক দফা মিটিংও করেন মঞ্জু ও তার অনুসারীরা। অবশেষে ‘অভিমান ভুলে’ সমাবেশে যোগ দিলেন খুলনা সদরের সাবেক এই সংসদ সদস্য।
এমই/জেবি