images

রাজনীতি

নিবন্ধন পেতে ইসির সামনে আমরণ অনশনে তারেক

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

নতুন দল হিসেবে আমজনতার দলের নিবন্ধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে দলের সদস্য সচিব তারেক রহমান ইসি ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।

তিনি আরও বলেন, কি কারণে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি সেটা আমাদের জানা নেই। ইসি কোনো কারণও উল্লেখ করেনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমরা এখানে থেকে নড়ব না।

এ সময় কতদিন থাকবেন জানতে চাইলে তিনি বলেন, একজন মানুষ যতদিন না খেয়ে মৃত্যু হয়, ঠিক ততদিন এখানে থাকব।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, অধিকতর যাচাই-বাছাইয়ে যাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, তাদের নিবন্ধন আবেদন বাতিল করা হয়েছে।

সচিব আরও বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)কে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।

এর মধ্যে আমজনতার দল না থাকায় সচিবের সংবাদ সম্মেলনের পরই অনশন শুরু করেন তারেক।

এমএইচএইচ/এআর