images

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে এনসিপির নির্বাচনি কমিটি

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি কার্যক্রম পরিচালনায় ১০ সদস্যের কমিটি ঘোষণা করেছে দলটি। এতে প্রধান করা হয় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে।

সোমবার (৩ নভেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হলো।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন—

প্রধান: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেক্রেটারি: ডা. তাসনিম জারা

সদস্য:
১. আরিফুল ইসলাম আদীব
২. মাহবুব আলম মাহির
৩. খালেদ সাইফুল্লাহ
৪. এহতেশাম হক
৫. অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
৬. আলাউদ্দীন মোহাম্মদ
৭. অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
৮. অ্যাডভোকেট হুমায়রা নূর
৯. সাইফুল্লাহ হায়দার
১০. অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম

এদিকে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।

সূত্র জানায়, ঢাকা-১৮ আসন থেকে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলটির পক্ষ থেকে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও জানা যায়, নরসিংদী-২ আসন থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রংপুর- ৪ আসন থেকে লড়বেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
 
এমআর/এফএ