নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ নীরব বিপ্লবের প্রস্তুতি নিয়েছে এবং সেই অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আনবে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লক্ষ্মীপুর ফোরামের আয়োজনে লক্ষ্মীপুর-৪ আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
রফিকুল ইসলাম খান আরও বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু গোষ্ঠী নিজেদেরকে দেশের একমাত্র মালিক মনে করতে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি ১৮ কোটি মানুষের দেশ এবং দেশের ভবিষ্য নির্ধারণ করবে দেশের জনগণই।
বাংলাদেশে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সোচ্চারভাবে লড়াই চালিয়ে আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, বিগত শাসকগোষ্ঠী অসংখ্য মানুষকে কারাগারে বন্দি রেখেছে, অনেক নেতাকর্মী ক্রসফায়ার করে নিহত হয়েছে এবং সাধারণ মানুষ নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে। তিনি বলেন, অতীতের শাসন ব্যবস্থায় দুর্নীতি দমন করা হয়নি। ক্ষমতায় থাকা গোষ্ঠীগুলোর দুর্নীতির ধারাবাহিকতা এখনো রয়ে গেছে। এসব অবস্থা মোকাবিলার জন্য জনগণের সমর্থন জরুরি বলে তিনি দাবি করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম দীর্ঘকাল ধরে দেশের ওপর বিরাজমান দমন-নিপীড়নের স্বরণ করেন। তিনি জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনগুলোর অংশগ্রহণে আন্দোলন গড়ে উঠেছিল এবং এই আন্দোলনে শতাধিক নেতাকর্মীর জীবননাশ ঘটে, হাজারেরও বেশি নেতাকর্মী কারাবন্দি হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী ও কর্মচারী আঘাতপ্রাপ্ত ও পঙ্গুত্ববরণ করেছেন।
সমাবেশে বক্তারা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করার প্রচেষ্টা ও রাজাকার ইস্যু ব্যবহার করে রাজনৈতিক কূটনীতি চালানোর ঘটনা নিন্দা জানিয়ে বলেন, খুলনায় অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সম্মেলন প্রমাণ করেছে জনগণ এখন বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করছে এবং দাঁড়িপাল্লায় মনোনিবেশ করতে চাইছে। আগামী নির্বাচন পেশিশক্তি নয়, জনগণের আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতিফলন হয়ে উঠবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল নাগরিককে পাহারা দিতেই হবে।
উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ফোরামের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারুল আজিম, সঞ্চালক বিশিষ্ট ব্যাংকার মাহমুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান, সিনিয়র আইনজীবী সালেহ উদ্দিনসহ লক্ষ্মীপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এএইচ/এআর