images

রাজনীতি

কুমিল্লা বিভাগে ধানের শীষের প্রার্থী যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। একইসঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় বিভিন্ন আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলো। 

তালিকা অনুযায়ী- বিএনপির কুমিল্লা সাংগঠনিক বিভাগের মধ্যে কুমিল্লা-১: ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২: পরে ঘোষণা করা হবে, কুমিল্লা-৩: কাজী শাহ্ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪: মঞ্জুরুল ইসলাম মুন্সী, কুমিল্লা-৫: মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা-৮: জাকারিয়া তাহের, কুমিল্লা-৯: মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা-১০: মোহাম্মদ আব্দুল গফুর ধানের শীষের প্রার্থী।

বিইউ/ক.ম