images

রাজনীতি

রাষ্ট্রকে গোপন প্রেমের কারখানা বানাবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রকে গোপন প্রেমের কারখানা বানানো হচ্ছে, যা নজিরবিহীন। আপনারা রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না।

রোববার (২ নভেম্বর) রাজরানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে  বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা শুনেছেন সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে একটা চিঠি দিয়েছেন। সেখানে উনাদের গোপন প্রেমের কথা উনারা বলেছেন। আপনারা আশ্বস্ত করায় আমরা চুপ ছিলাম। আপনারা রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টামণ্ডলীর যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এ ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন খুব ধীরগতিতে চলাফেরা করছে। দেশে ইলেকশনের ডামাডল অলরেডি শুরু হয়েছে। আমরা নির্বাচনের আবহের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি নির্বাচনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়, তাতে আমরাও অংশগ্রহণ করতে চাই।

এনসিপি-এর মুখ্য সমন্বয়ক বলেন, আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদের আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করে যেন আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি। আগামীতে ইনশা আল্লাহ ধানের শীষ এবং শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে।

‘আমরা নির্বাচন কমিশনকে বলছি কোন দলের নির্বাচন প্রতীক নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য, এই ধরনের বাংলাদেশের গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য, যে সংস্কারের কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি,’ যোগ করেন তিনি।

ভোটে জোট করবেন কিনা জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে তো ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। মসজিদগুলা দখল করা চলছে। জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদে তো আমরা সঙ্গী হতে পারব না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না। আমরা চাই আগামীর পার্লামেন্টে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক। ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক।

গণভোট করবেন কিনা জানতে চাইলে পাটওয়ারী বলেন, এখন গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলকে আহ্বান জানাবো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন।

তিনি বলেন, গণভোট ইলেকশনের দিনও হতে পারে, আগেও হতে পারে। গণভোট আগে দিল যে উপকারিতা, এই ইলেকশনের দিন দিলেও একই উপকারিতা।

এমএইচএইচ/এএস