images

রাজনীতি

শাপলা কলি তালিকাভুক্তির পর সিইসির সঙ্গে এনসিপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল।

রোববার (২ নভেম্বর)  বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

শাপলা কলি প্রতীক তালিকাভুক্ত হওয়ার পর এনসিপি ও সিইসির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দল নিবন্ধন, প্রতীক বরাদ্দ, আরপিও সংশোধন, পোস্টাল ভোটিং, সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোট বিষয়সহ নানা প্রসঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, এনসিপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন সিইসি।

এমএইচএইচ/এআর