images

রাজনীতি

আ.লীগের পতনের পর বিএনপি-জামায়াত বলয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম

বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন আওয়ামী লীগ ও বিএনপির বলয়ে আবদ্ধ ছিল উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর অভিযোগ, ‘আওয়ামী লীগের পতনের পর এখন নতুনভাবে বিএনপি-জামায়াত বলয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে।’ 

দ্বিদলীয় ক্ষমতার রাজনীতি থেকে মুক্তি না পেলে দেশে প্রকৃত গণতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য তার। তিনি মনে করেন, ‘রাজনীতিতে নতুন ও বহুমাত্রিক শক্তির আবির্ভাব না ঘটলে এই অচলায়তন ভাঙবে না।’

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

M2

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানি শাসক ইয়াহিয়াকে পরাজিত করে দেশ যখন স্বাধীনতার স্বাদ পেল, তখনই বাংলাদেশের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে ইয়াহিয়ার রাজনৈতিক চরিত্রের পুনরুত্থান ঘটেছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো- এই মাটিতে যেমন স্বাধীনতার রণপুরুষ নবাব সিরাজদ্দৌলার জন্ম হয়েছে, তেমনি বিশ্বাসঘাতকতার প্রতীকে পরিণত হওয়া মীর জাফরও জন্মেছে। মীর জাফরের সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস আজও রাজনীতিতে নানা রূপে ফিরে আসছে।’ 

বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির তুলনা টেনে মঞ্জু বলেন, ‘ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ দ্বিধাহীনভাবে যেকোনো প্রতিশ্রুতি দিতে পারে। প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়ে দলটির কোনো অস্বস্তি বা দায়িত্ববোধ দেখা যায় না। ছলচাতুরির আশ্রয় নিয়ে তারা যেকোনোভাবে ক্ষমতায় চেপে বসে এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করে।’

তিনি বলেন, ‘এবি পার্টির পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে, আওয়ামী লীগ হলে দুই দিনের আলোচনায় সেগুলো কাগজে-কলমে চূড়ান্ত করে ফেলত। কিন্তু বিএনপি সব সময় কথা বলে, আলোচনা করে, বিতর্ক করে— কিন্তু সিদ্ধান্ত নেয় না। এ কারণে ১৫ বছরেও তারা ক্ষমতায় যেতে পারেনি।’

M3

বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ দিয়ে মঞ্জু আরও বলেন, ‘এখন সময় প্রাগম্যাটিক হওয়ার। শুধু আলোচনা ও বিতর্কে সময় নষ্ট করলে চলবে না। যৌক্তিক সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করে, সব দলের সঙ্গে ঐক্য গড়ে, রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকারে এগিয়ে গেলে বিএনপির জন্য ক্ষমতায় ফেরা সহজ হবে। রাষ্ট্রও নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’

অনুষ্ঠানের জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে  প্রধান আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা আলোচনায় অংশ নেন। 

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় সংকট নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনা শেষে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এএইচ/এএইচ